X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দুই মুখওয়ালা গরুর বাছুর, এলাকায় চাঞ্চল্য!

শরীয়তপুর প্রতিনিধি
২৮ আগস্ট ২০২০, ১৭:৫৪আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৭:৫৫





দুই মুখওয়ালা গরুর বাছুর শরীয়তপুর সদর উপজেলার মজুমদারকান্দি গ্রামে একটি গাভী দুই মুখওয়ালা বাছুর জন্ম দিয়েছে। গত বুধবার (২৬ আগস্ট) বাছুরটি জন্ম নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাছুরটি এখন পর্যন্ত সুস্থ রয়েছে এবং মায়ের দুধ পান করছে।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, প্রাণিসম্পদ কার্যালয়ের কৃত্রিম প্রজননের মাধ্যমে শংকর জাতের ঐ গাভীটি ৯ মাস আগে গর্ভধারণ করে। বুধবার প্রাকৃতিকভাবেই সাদাকালো রংয়ের ফ্রিজিয়ান জাতের বাছুরটির জন্ম দেয়। জন্মের পর দেখা যায়, বাছুরের দুইটি মুখ। তবে কান ও চোখ স্বাভাবিকভাবেই দুটি করে। বাছুরটির সব অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে। বাছুরটি দাঁড়াতে পারে এবং হাঁটতেও পারে। স্বাভাবিক নিয়মে মায়ের দুধও পান করছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কৌতুহলী মানুষ বাছুরটি দেখতে আসছে।

সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ফারুক সরদার ও উজ্জ্বল সরদার বলেন, দুই মুখওয়ালা বাছুরের কথা শুনে আমরা দেখতে এসেছি। এমন আশ্চর্য ঘটনা আগে কখনও দেখিনি।

বাছুরটির মালিক আজাহার সরদার বলেন, গাভীটি স্বাভাবিকভাবেই বাচ্চা দিয়েছে। বাচ্চাটি দুধ খেতে পারছে। প্রতিদিন গাভী থেকে ৭-৮ কেজি দুধ পাওয়া যাচ্ছে। তিন দিন হলেও এখন পর্যন্ত কোনও সমস্যা দেখা দেয়নি।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার রায় জানান, দুইটি মুখ নিয়ে জন্ম নেওয়া বাছুর সম্পর্কে আমরা অবহিত রয়েছি। জিনগত ত্রুটির কারণে এমনটি হতে পারে। তবে বিগত দিনের পরিসংখ্যানে দেখা গেছে এ ধরণের বাছুর বেশি দিন বাঁচে না। তারপরও বাছুরটি এখন পর্যন্ত সুস্থ থাকায় আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!