X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বাংলাদেশে আইভারমেকটিনের কার্যকারিতা আশাব্যঞ্জক: আইসিডিডিআর,বি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ১৭:৩৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ২০:০৮

বাংলাদেশে আইভারমেকটিনের কার্যকারিতা আশাব্যঞ্জক: আইসিডিডিআর,বি নভেল করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ আইভারমেকটিনের কার্যকারিতা ‘আশাব্যঞ্জক’ বলে জানিয়েছে আইইসিডিডিআর,বি। সোমবার (৭ ডিসেম্বর) এক অনুষ্ঠানে আইসিডিডিআর,বি জানিয়েছে, কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মৃদু কোভিড-১৯ সংক্রমণযুক্ত রোগী যারা আইভারমেকটিনের পাঁচ দিনের কোর্স পেয়েছেন তাদের সংক্রমণের তীব্রতা কমেছে। তারা আরটিপিসিআর টেস্টে কোভিড-১৯ নেগেটিভ হয়েছেন।
তবে আইসিডিডিআর,বি বলছে, এটা ছোট আকারে করা একটি গবেষণার ফল। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা হবে কিনা তার জন্য আরও অনেক বড় গবেষণা প্রয়োজন।

গবেষণা কাজে যুক্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং কোভিড-১৯ বিষয়ক ট্রিটমেন্ট প্রটোকল কমিটির সদস্য সচিব অধ্যাপক  ডা. আহমেদুল কবীর বলেন, এটা সীমিত পরিসরে করা একটি গবেষণার ফলাফল। এই ফলাফল দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হবে না। এর জন্য বড় আকারে গবেষণা করতে হবে। এটা এই মুহূর্তে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা যাবে না। এটা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ন্যাশনাল গাইড লাইনে যুক্ত করা যেতে পারে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. ওয়াসিফ আলী খান। আইসিডিডিআর,বি গত ১৭ জুন থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মুগদা জেনারেল হাসপাতালে এই গবেষণা চালায়।

গবেষণার আওতায় ৬৮ জন রোগীর মধ্যে ২২ জনকে পাঁচ দিন দৈনিক ১২ গ্রাম করে শুধুমাত্র মুখে খাওয়ার আইভারমেকটিন, ২৩ জনকে এক ডোজের আইভারমেকটিনের সঙ্গে ডক্সিসাইক্লিন (২০০ মিলি গ্রাম প্রথম দিন এবং পরবর্তীতে ১০০ মিলি গ্রাম দিনে দুইবার ৪ দিন) এবং ২৩ জনকে প্লাসিবো দেওয়া হয়েছে।

গবেষণার ফলাফল জানাতে গিয়ে আইসিডিডিআর,বি জানিয়েছে, ১৪ দিনের মধ্যে শুধুমাত্র আইভারমেকটিন নেওয়া ৭৭ শতাংশ কোভিড-১৯ জীবাণুমুক্ত হয়েছেন, অর্থাৎ আরটিপিসিআর টেস্টে তারা কোভিড-১৯-মুক্ত প্রমাণিত হয়েছেন।

আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন প্রয়োগ করা ৬১ শতাংশ এবং প্লাসিবো পাওয়া ৩০ শতাংশ রোগী করোনামুক্ত হয়েছেন।

গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, ওষুধ প্রয়োগের তৃতীয় দিনে শুধুমাত্র আইভারমেকটিন দেওয়া হয়েছে এমন ১৮ শতাংশ, আইভারমেকটিন এবং ডক্সিসাইক্লিন দেওয়া হয়েছে এমন ৩ শতাংশ এবং প্লাসিবো দেওয়া ৩ শতাংশ রোগী ভাইরাসমুক্ত হয়েছেন। সপ্তম দিনে এই ফল ছিল ৫০ শতাংশ, ৩০ শতাংশ এবং ১৩ শতাংশ।

গত ২ ডিসেম্বর ইন্টারন্যাশনাল জার্নাল অব ইনফেকশাস ডিজিজেস, আইজেআইডিতে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে আইসিডিডিআর,বি। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি।

তিনি বলেন, আইভারমেকটিনের ক্লিনিক্যাল ট্রায়ালে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। এটি কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ব্যয় সাশ্রয়ী সমাধান খুঁজে বের করার একটি প্রয়াস। এই গবেষণার সম্ভাবনাময় ফলাফলে আমরা আনন্দিত এবং এটি সত্যিকার অর্থেই কোভিড-১৯-এর বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আরও বেশি শক্তি জোগাবে এবং অনেক অকাল মৃত্যু এড়াতে সাহায্য করবে।

অনুষ্ঠানে আইসিডিডিআর,বির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও নিউট্রিশন অ্যান্ড ক্লিনিক্যাল সার্ভিসেস বিভাগের সিনিয়র ডিরেক্টর ড. তাহমিদ আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশের মতো নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলোতে এই মহামারি মোকাবিলায় একটি সাশ্রয়ী ও সহজে ব্যবহারযোগ্য চিকিৎসা ব্যবস্থা খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোভিড-১৯-এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণকারীদের সাহায্য করার উদ্দেশে শুধু আইভারমেকটিন ব্যবহার করে আরও বড় মাপের একটি ট্রায়াল করার জন্য আমরা সহায়তা সন্ধান করছি।

এই গবেষণায় সহায়তা করায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড স্বাস্থ্য অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতর, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল এবং গবেষণায় অংশ নেওয়া হাসপাতালগুলোর প্রতি কৃতজ্ঞতা জানায়।

অনুষ্ঠানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জামিল আহমেদ, বাংলাদেশ মেডিক্যালের ডা. তারিক আলম, ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক আইয়ুব খান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী কর্মকর্তা রাব্বুর রেজা উপস্থিত ছিলেন।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন