জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেছে দলটির নেতা কর্মীরা।
বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানা গেছে।
বিক্ষোভটি এনসিপির কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত আসে। এসময় তারা দুর্বৃত্তদের চিহ্নিত করে বিচারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, গত কয়েক মাসে আমরা দেখেছি খুনি হাসিনার ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা জুলাই শহীদদের কবরে আক্রমণ করেছে। আন্দোলনে আহত যোদ্ধাদের উপরেও হামলা হচ্ছে।
তিনি বলেন, পর পর তিনবার এই এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, এই অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান। এই অভ্যুত্থানে অংশ নেওয়া সকল আহত, শহীদ পরিবার ও সকল ছাত্রজনতাকে নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব। পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে-সব সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।