X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
স্মরণে সঞ্জীব চৌধুরী

উৎসব এবার অন্তর্জালে

বিনোদন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২০, ০০:১০আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ০০:১০

সঞ্জীব চৌধুরী আজ (২৫ ডিসেম্বর) সাংবাদিক ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন।
দিনটিকে উদযাপন করার লক্ষ্যে গেল ক’বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে আসছে ‘সঞ্জীব উৎসব’। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। তবে বদলেছে ভেন্যু।
এর অন্যতম আয়োজক জয় শাহরিয়ার জানান, মহামারির কারণে এবারের উৎসব হবে অন্তর্জালে।
নবমবারের মতো আয়োজিত উৎসবটি আজ (২৫ ডিসেম্বর) ৮টা থেকে সরাসরি অনুষ্ঠিত হবে ‘Sanjeeb Utshob- সঞ্জীব উৎসব’ নামের ফেসবুক পেজ থেকে। চলবে টানা ১০টা পর্যন্ত। এতে সরাসরি নিজ নিজ অবস্থান থেকে অংশ নেবেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল, বাপ্পা মজুমদার, শুভ, পারভেজ, এলিটা করিম, জয় শাহরিয়ার, সিনা হাসান, সাহস মোস্তাফিজ, মন, লালন মাহমুদ, ফারাবি, সুহৃদ স্বাগত, তুহিন, উদয় ও গানকবি। আরও থাকবেন সাংবাদিক আবিদা নাসরিন কলি ও গীতিকবি শেখ রানা।
২০১০ সাল থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদ’ আয়োজন করছে এ উৎসব।
উৎসবের অন্যতম আয়োজক সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘করোনা সতর্কতা মাথায় রেখেই এবার অনলাইনে আয়োজন। সঞ্জীব দাকে ভালোবেসেই উৎসবটি করা। এ উৎসবের মূল উদ্দেশ্য যারা দাদাকে কাছে পায়নি, তাদের কাছে তার গান ও দর্শন পৌঁছে দেওয়া।’
এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি এবং আজব কারখানা।
অনলাইনে আয়োজিত হলেও রাত ৮টা ১৫ মিনিটে টিএসসির সঞ্জীব চত্বরে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়েই উৎসব শুরু হবে—জানান জয়।
‘আমি তোমাকেই বলে দেবো’, ‘রঙ্গিলা’, ‘সমুদ্র সন্তান’, ‘জোছনা বিহার’, ‘তোমার ভাঁজ খোলো’, ‘চাঁদের জন্য গান’, ‘স্বপ্নবাজি’ প্রভৃতি কালজয়ী গানের সাথে জড়িয়ে আছে সঞ্জীব চৌধুরীর নাম। ‘গাড়ি চলে না’, ‘বায়োস্কোপ’, ‘কোন মিস্তরি নাও বানাইছে’ গানগুলো গেয়ে বাংলা লোকগানকে তিনি নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছেন।
তিনি ছিলেন জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’-এর অন্যতম প্রতিষ্ঠাতা। দলটির চারটি অ্যালবামে কাজ করার পাশাপাশি অনেক গান রচনা ও সুর দিয়েছেন তিনি। দৈনিক পত্রিকার ফিচার সাংবাদিকতায় রয়েছে তার হাতের গভীর ছাপ।
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্ম নেন এই ক্ষণজন্মা শিল্পী। ২০০৭ সালের ১৯ নভেম্বর বাইলেটারেল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা