X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

৫ কেন্দ্রে ফের পরীক্ষা নেবে বার কাউন্সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ২২:১২আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২২:৪০

বাংলাদেশ বার কাউন্সিল

বিশৃঙ্খলার অভিযোগে গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত পাঁচটি কেন্দ্রে আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। একইসঙ্গে খুব দ্রুত এসব কেন্দ্রে পরীক্ষার দিন নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কাউন্সিল।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলামের সই করা  এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর রাজধানী ঢাকার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে আইনজীবী তালিকা ভুক্তিকরণে পরীক্ষা নেয় বাংলাদেশ বার কাউন্সিল। এর মধ্যে মোহাম্মাদপুর মহিলা কলেজ, মোহাম্মাদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মাদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও মহানগর মহিলা কলেজ কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা হয়। এসব কেন্দ্রের পরীক্ষা বাতিল করে পুনরায় যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওইসব পরীক্ষা কেন্দ্রে যারা বিশৃঙ্খলা, ভাঙচুর করে ক্ষতিসাধন করেছেন, সর্বোপরি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, ইউটিউব) ব্যবহার করে পরীক্ষা বানচালে উসকানিমূলক বক্তব্য প্রদান করেছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বার কাউন্সিলের পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণে নিষিদ্ধ করা হবে।

বৃহস্পতিবার  বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, এর আগে গত ১৯ ডিসেম্বর বার কাউন্সিলের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজিমপুর গভর্মেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, বিসিএসআইআর হাইস্কুল, গভর্মেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা মহানগর মহিলা কলেজ কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই পরীক্ষায় মোট ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী অংশ নেন।  এদের মধ্যে অনেক শিক্ষার্থী পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়া এবং করোনার মধ্যে পরীক্ষা নেওয়ার বিরোধিতা করে   বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েন। পরে ওই ঘটনায় রাজধানীর কয়েকটি থানায় মামলা দায়ের করা হয় এবং ৪৯ জনকে রিমান্ডে নেয় পুলিশ।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি