X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

যে কারণে মক্কা ‘উম্মুল কুরা’

বেলায়েত হুসাইন
০৫ জানুয়ারি ২০২১, ০২:৪৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০৩:০৯

পবিত্র মক্কা নগরী ইসলাম ধর্মের প্রধানতম পবিত্র স্থান। বিশ্বের সকল মুসলমান মক্কার কাবা শরিফের দিকে মুখ করেই দৈনিক অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। তা ছাড়া সমগ্র আরব উপদ্বীপেরও অন্যতম শহর হিসেবে মক্কাকে বিবেচনা করা হয়। মুসলিম জাতির নিকট এটিই পৃথিবীর পবিত্রতম ভূখণ্ড। ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) এই ভূখণ্ড থেকেই ইসলামের বাণী প্রচারের সূচনা করেন। মহানবী (সা.)-এর আগেও এই ভূমি হযরত ইবরাহিম এবং তাঁর পুত্র নবী ইসমাইল (আ.)-এর পদধূলিতে ধন্য হয়। মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনে মক্কা নগরীকে একাধিক নামে অবহিত করা হয়েছে। সেগুলোর মধ্যে ‘উম্মুল কুরা’ বা ‘জনপদের মা’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

মক্কাকে ‘উম্মুল কুরা’ নামে নামকরণের কারণ?
পবিত্র কোরআনে মহান আল্লাহ মক্কাকে ‘উম্মুল কুরা’ আখ্যায়িত করে মহানবী (সা.)-কে সম্মোধন করে বলেছেন, ‘‘এ কোরআন এমন গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি পূর্ববর্তী কিতাবের সত্যতা প্রমাণকারী হিসেবে এবং যাতে আপনি ‘উম্মুল কুরা’ বা মক্কাবাসী ও পার্শ্ববর্তীদের ভয় প্রদর্শণ করেন। যারা পরকালে বিশ্বাস স্থাপন করে তারা এর প্রতিও বিশ্বাস স্থাপন করে এবং তারা স্বীয় নামাজ সংরক্ষণ করে।’’ (সুরা আনআম, আয়াত: ৯২)

এই আয়াতে মক্কাকে ‘উম্মুল কুরা’ আখ্যা দেয়ার কয়েকটি কারণ উল্লেখ করেছেন ইসলামি আলেমগণ। সেগুলো হলো:

এক. মক্কা মুকাররমা বিশ্বের সবচেয়ে পবিত্রতম ভূমি। পৃথিবীতে মানুষ আগমনের পরে মক্কার সঙ্গেই তাদের সর্বপ্রথম পরিচয় হয়-এই জন্য এ নগরীকে উম্মুল কুরা নামে নামকরণ করা হয়েছে।

দুই. মক্কা সব জনপদের মানুষের কিবলা। এদিকে মুখ করেই গোটা বিশ্বের মুসলিম জাতি নামাজ আদায় করেন। তা ছাড়া সমর্থ ব্যক্তির জন্য জীবনে একবার হলেও মক্কায় গিয়ে পবিত্র হজ পালন করতে হয়।

তিন. কোনও কোনও ঐতিহাসিক বলেন, মহান আল্লাহ তায়া’লা দুনিয়া সৃষ্টির পূর্বে কাবা ও এর নিম্নস্থিত অঞ্চল সমূহ সৃষ্টি করেছেন। তারপর তাকে কেন্দ্র করে চারদিকে ভূমি সম্প্রসারিত করেছেন। অতএব, মক্কা নগরী পৃথিবীর প্রথম জনপদ ও ভূখণ্ড।

চার. মক্কায় যেহেতু সর্বশ্রেষ্ঠ মানব ও আল্লাহর প্রিয় রাসুল মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেছেন-এই জন্য তাকে উম্মুল কুরা বলে সম্মোধন করা হয়েছে।

পাঁচ. আল্লাহর নিকট একমাত্র মনোনিত ধর্ম ইসলাম মক্কা থেকেই সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। তাই মক্কাকে উম্মুল কুরা বলা হয়েছে।

মক্কার আরও বিভিন্ন নাম
উম্মুল কুরা ছাড়াও পবিত্র মক্কা নগরীর আরও প্রায় ৫০টি নাম রয়েছে। তবে কোরআনে মক্কার অন্তত ১২টি নাম উল্লেখ রয়েছে। সেগুলো হলো-মক্কা, বাক্কাহ, উম্মুল কুরা, মাআদ, আল বালাদ, আল বালাদুল আমিন, আল কারইয়াহ, আল ওয়াদি, আল মাসজিদুল হারাম, আল বাইতুল আতিক, তিহামাহ এবং আল বালদাহ।

সূত্র: আল মাউদু আরবি

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!