X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

৬০০ পর্বে ‘চাপাবাজ’

বিনোদন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ০০:০৫আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১০:৩৬

৬০০ পর্বে পৌঁছে গেলো জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘চাপাবাজ’। আজ (২৫ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টিভির পর্দায় নাটকটি এই মাইলফলক স্পর্শ করবে।

হাসান জাহাঙ্গীরের চিত্রনাট্য, পরিচালনা ও অভিনয়ে এই দীর্ঘ ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আফজাল শরিফ, ফারুক আহমেদ, নাদের চৌধুরী, আশরাফ কবির, জয়, অনন্যা অনু, শামীম, শাহীন, ববি, জ্যাকি, তমাল প্রমুখ।

হাসান জাহাঙ্গীর বলেন, ‘একটি নাটকের ৬০০তম পর্ব স্পর্শ করা সহজ কথা নয়। দর্শকপ্রিয়তার কারণেই এমনটা সম্ভব হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক টিপু আলম মিলনের প্রতি, যিনি প্রচারের সুযোগ না দিলে কোনোদিনই এ নাটক দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হতো না।’

এই নির্মাতা-অভিনেতা আরও বলেন, ‘সমাজে চাপাবাজ মানুষের অভাব নেই। তিলকে তাল করাই তাদের কাজ। এই চাপাবাজির কারণে কার কী ক্ষতি হলো, তা ভাবার সময়ও তাদের নেই। এসব চাপাবাজের নানা ঘটনা নিয়েই নাটকের কাহিনি এগিয়ে নিচ্ছি। আপাতত আমার স্বপ্ন, নাটকটিকে ১ হাজার পর্বে সফলতার সঙ্গে নিয়ে যাওয়া।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...