X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ট্রাম্পের অভিশংসন বিচারে সিনেটে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২১, ১০:৩৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১০:৩৫

যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন বিচার শুরুর জন্য সিনেটে অভিযোগ দাখিল করা হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ থেকে সিনেটে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ দাখিল করা হয়। এতে ট্রাম্পকে বিদ্রোহ ও ক্যাপিটল ভবনে সমর্থকদের হামলায় উসকানি দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি সিনেটে বহুল আলোচিত এই অভিশংসন বিচারের কার্যক্রম শুরু হতে পারে বলে প্রতীয়মান হচ্ছে। তবে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে পর্যাপ্ত ভোট পাওয়ার বিষয়ে সংশয়ের কথা জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

অভিশংসন বিচারে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে সিনেটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। বর্তমানে সেখানে ৫০টি আসন রিপাবলিকান এবং ৫০টি আসন ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্ত। ফলে চূড়ান্তভাবে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হলে ১৭ জন রিপাবলিকান সিনেটরকে তার বিরুদ্ধে রায় দিতে হবে। বাস্তবে এমনটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তারপরও যদি শেষ পর্যন্ত ট্রাম্প দোষী সাব্যস্ত হন, তাহলে পৃথকভাবে নেওয়া সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোট ট্রাম্পের আবারও কোনও সরকারি পদে অধিষ্ঠিত হওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে। অর্থাৎ, সেক্ষেত্রে ট্রাম্পের ভবিষ্যতে ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া বা রাষ্ট্রীয় কোনও পদে যাওয়ার আর কোনও সুযোগ থাকবে না।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের ২৪৫ বছরের ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যাকে দুই বার অভিসংশিত করা হয়েছে। নভেম্বরের নির্বাচনের আগে জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগে প্রতিনিধি পরিষদ তাকে অভিযুক্ত করেছিল। কিন্তু গত ফেব্রুয়ারিতে সিনেট তাকে অব্যাহতি দেয়। তবে এবার সিনেট কী রায় দেয় সেটি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
গাজায় যুদ্ধবিরতিট্রাম্পের ‘চূড়ান্ত’ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস, নির্মূলের অঙ্গীকার ইসরায়েলের
যুক্তরাষ্ট্রের শুল্ক কমাতে চার কৌশল
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন