X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা কম থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জানুয়ারি ২০২১, ২১:১৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২১:৫৫

তাপমাত্রা এই বাড়ে তো এই কমে। কমতে কমতে একেবারে শৈত্যপ্রবাহ বইতে শুরু করে। আবার বেড়ে ঘেমেও যাচ্ছে মানুষ। এমনই ছিল এবারের শীতকাল। এখন তাপমাত্রা কমে গিয়ে দেশের কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বইছে। তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। বাড়বে শৈত্যপ্রবাহের এলাকাও। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। এরপর বাড়তে শুরু করবে। এরপর আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, এখন অনেক এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছ। আগামীকাল উত্তরাঞ্চলের দিকে তাপমাত্রা কিছুটা কমবে। আর আগামী পরশু অর্থাৎ রবিবার কমতে পারে দক্ষিণাঞ্চলের দিকে। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই তাপমাত্রা থাকতে পারে। এরপর আর নাও কমতে পারে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা বাড়তে পারে কিছুটা। তবে শীতের অনুভূতি একেবারে চলে যাবে না। থাকবে আরও কিছু দিন।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬।  এছাড়া চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ দশমিক ৮। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ১৩,  ময়মনসিংহে ১২ দশমিক ১, চট্টগ্রামে  ১৩ দশমিক ৪, সিলেটে ১৩ দশমিক ৫, রাজশাহীতে ৯ দশমিক ৪, রংপুরে ১০ দশমিক ৪, খুলনায় ১১ এবং  বরিশালে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রংপুর বিভাগ ছাড়াও গোপালগঞ্জ, সীতাকুণ্ড,  কুমিল্লা,  শ্রীমঙ্গল,  রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অন্যদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন  কুয়াশা পড়তে পারে ।

 

/এসএনএস/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!