X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ধর্ষকের যাবজ্জীবন, সন্তানের পিতৃত্ব স্বীকৃতি ও ভরণপোষণের নির্দেশ

রংপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৩

রংপুরের পীরগাছায় এক তরুণীকে ধর্ষণের দায়ে আসামি শফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন। আদালত ধর্ষণের কারণে জন্ম নেওয়া শিশুকে আসামি শফিকুলের ছেলে হিসেবে স্বীকৃতি দেন এবং উত্তরাধিকারী ঘোষণা করেন। এছাড়া ২১ বছর বয়স পর্যন্ত তার ব্যয়ভার আসামির সম্পদ বিক্রি করে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণ জানা গেছে, ২০০৮ সালের ১ ডিসেম্বর মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শফিকুল গর্ভপাত করার কথা বলে। কিন্তু মেয়েটি রাজি না হওয়ায় শফিকুল তাকে বিয়ে করতে অস্বীকার করে। এমনকি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করে। এ ঘটনায় মেয়েটি রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পিটিশন মামলা দায়ের করেন। আদালত শিশুটির পিতৃপরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ টেস্ট করার আদেশ দেন। ডিএনএ টেস্টে শিশুটির বাবা শফিকুল বলে প্রমাণিত হয়। দীর্ঘ ১২ বছর ধরে মামলাটির বিচার কালে সাত জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত রায় দেন। মামলায় অপর দুই আসামি মজিরন বেগম ও মজিবর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিশেষ পিপি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আদালত ঐতিহাসিক রায়ের মাধ্যমে সন্তানের স্বীকৃতি এবং তার ভরণপোষণের জন্য সম্পদ বিক্রি করার আদেশ দেওয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।’

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জগলুল ইসলাম জানান, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

রায় ঘোষণার সময় মামলার বাদী সন্তানকে নিয়ে আদালতে উপস্থিত ছিলেন। তিনি জানান, তার সন্তানের বয়স এখন ১১ বছর। অনেক কষ্ট করে দীর্ঘ ১২ বছর ধরে তিনি আইনি লড়াই চালিয়ে গেছেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসামির লোকজন সাজার আদেশ হওয়ার পর আদালত প্রাঙ্গণেই তাকে নানা হুমকি দিয়েছে। তার ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!