X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কাবিটা প্রকল্পে শ্রমিকের বদলে ড্রেজার!

জামালপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:১১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:১১

জামালপুরের ইসলামপুর উপজেলায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পে শ্রমিকের বদলে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে রাস্তা সংস্কার করা হচ্ছে। শ্রমিকের কাজ ড্রেজারে করে পকেট ভারি হচ্ছে কর্তাসহ সংশিষ্টদের। এবিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যানের দাবি ওপরের মহল থেকে মৌখিক অনুমতি নিয়ে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া শুকুর মেম্বারের বাড়ি থেকে জুনাব ব্যাপারীর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার কাজে ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই প্রকল্পে শ্রমিক দিয়ে মাটি কাটার নিয়ম থাকলেও কাজের সঙ্গে সংশিষ্টরা সরকারি নিয়মনীতিকে তোয়াক্কা না করেই অধিক লাভের ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে রাস্তা সংস্কার কাজ চালানো হচ্ছে।

ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে

শুধু এই প্রকল্পেই নয় উপজেলার বিভিন্ন উন্নয়মূলক প্রকল্পেই অবৈধভাবে ড্রেজার বসিয়ে প্রকল্পের কাজ করানো হচ্ছে।
চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, দশআনী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ওই প্রকল্পে সংস্কার কাজ করা হচ্ছে। এর ফলে কর্মহীন হয়ে পড়েছে এলাকার হতদরিদ্র শ্রমিকেরা। অপর দিকে ফসলি জমিসহ নদী দুই পাড় নদী গর্ভে দেবে যাওয়ার চরম আশঙ্কা রয়েছে।

ওই এলাকার হতদরিদ্র কৃষক নজরুল ইসলাম বলেন, ‘করোনা ও বন্যার কারণে বেকার হয়ে পড়েছি। আশায় বুক বেঁধে ছিলাম সরাকারের উন্নয়নমূলক কাজ শুরু হলে কাজ পাবো। আমাদের পেটে লাথি মেরে পকেট ভারির জন্য ড্রেজার মেশিন দিয়ে কাজ করানো হচ্ছে। তাই গত বৃহস্পতিবার ইউএনও স্যারকে লিখিত আবেদন দিয়েও কোনও কাজ হয়নি।’
একাধিক শ্রমিকরা জানান,  আমরা গরিব খেটে খাওয়া মানুষ। আমাদের কাজ দরকার। আমাদের কাজ না দিয়ে মেম্বার, চেয়ারম্যানরা ড্রেজার মেশিন মাটি কাটার কাজ করছে। এটা কি সরকারের নিয়ম?

ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে

এ বিষয়ে চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ্জামান মাস্টার বলেন, ‘সেখানে মাটি কাটার ব্যবস্থা না থাকায়, ওপরের মহল থেকে পারমিশন নেওয়া আছে।’

পারমিশনের কপি দেখতে চাইলে তিনি বলেন, ‘মৌখিকভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অনুমতি নিয়েই কাজ করা হচ্ছে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু বলেন,  ‘ওই প্রকল্পের কমিটি এখন পর্যন্তই পাইনি, তারা কীভাবে ড্রেজার মেশিন দিয়ে কাজ করে। আমি তাদেরকে বার বার বলেছি তারা যেন শ্রমিক দিয়ে কাজ করে। তারপরেও তারা যদি শ্রমিক ছাড়া ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটে তাহলে তাদের বিল দেওয়া হবে না।’

ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি পাশ কাটিয়ে বলেন, ‘আপনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) সঙ্গে যোগাযোগ করেন।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!