X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিক্রির জন্য সরকারের কাছে ১০ লাখ টিকা চাইলো বেসরকারি হাসপাতাল অ্যাসোসিয়েশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৬

বিক্রির জন্য সরকারের কাছে ১০ লাখ করোনার টিকা চেয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন। বুধবার (১০ ফেব্রুয়ারি) ‘জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম: বেসরকারি স্বাস্থ্য খাতের সম্পৃক্ততা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি সরকারের প্রতি এ দাবি জানানো হয়। টিকাদান কার্যক্রমে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার দাবিও জানান সংগঠনটির নেতারা। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, টিকাদান কার্যক্রমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে।

আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। আলোচনা সভায় সংগঠনের সভাপতি এম এ মুবিন খান বলেন, করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, চিকিৎসা সেবা দেওয়াসহ সবক্ষেত্রেই বেসরকারি প্রতিষ্ঠানগুলো সেবা দিচ্ছে। তবুও টিকা দেওয়ার ক্ষেত্রে কেন সম্পৃক্ত করা হচ্ছে না সে প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, বেসরকারি হাসপাতাল ছাড়া এক সরকারের হাসপাতালের পক্ষে এই বৃহত্তর জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব নয়। একইসঙ্গে এসব ভ্যাকসিনের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মেয়াদ রয়েছে।

বেসরকারি হাসপাতালগুলো অবিরাম কাজ করে যাচ্ছে মন্তব্য করে তিনি বেসরকারি হাসপাতালগুলোতে বিক্রির জন্য প্রাথমিকভাবে সরকারের কাছে ১০ লাখ ডোজ টিকা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, টিকা দেওয়ার জন্য বেসরকারি হাসপাতালে অনুমোদন, টিকার মূল্য নির্ধারণ করে দেবে সরকার।

মুবিন খান বলেন, ভ্যাকসিন প্রোগ্রামেও বেসরকারি হাসপাতালগুলোকে পাশে নিলে মানুষের সুবিধা হবে। মানুষ নিজের সুবিধা মতো তার কেন্দ্র নির্ধারণ করতে পারবে, ভ্যাকসিন সংরক্ষণ করতে একটি নির্দিষ্ট জায়গার ওপর থেকে চাপ কমে যাবে, সরকার থেকে দাম নির্ধারণ করে দেওয়া হবে, তাই প্রতিযোগিতাপূর্ণ মুনাফাভিত্তিক মনোভাব এখানে থাকবে না।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক জানান, বেসরকারি খাতে টিকাদান কার্যক্রমে অংশ নিতে চেয়েছেন এজন্য তিনি আনন্দিত। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে আপনারাও ভ্যাকসিন প্রদান কার্যক্রমে যুক্ত হতে পারবেন।

আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, এফবিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভুঁইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি