X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গজারিয়া থানায় এই মামলা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইস উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হচ্ছে স্থানীয় লিটন মিয়ার ছেলে আকাশ (১৭) ও পারভেজ হোসেনের ছেলে সালাউদ্দিন(১৬)।

তিনি জানান, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার সময় এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে শুক্রবার মামলা হয়েছে। ৯৯৯- নম্বরে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ ভিকটিমের বাড়িতে যায় এবং অভিযোগ নথিভুক্ত করে।

এদিকে অভিযোগ উঠেছে ধর্ষণের পর গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে বাধা দেয় ধর্ষক ও তার সহযোগীরা। এসময় হামলায় আহত হয়েছেন ওই ছাত্রীর মা, বড় বোন ও দুলাভাই। পরে বাধ্য হয়ে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করে জানায়, ভিকটিমের স্বজনদের কেউ বাধা দেয়নি। মামলা দায়েরের পর অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের তিন জন স্বজনকে থানায় ডাকা হয়েছে।

পুলিশ আরও জানায়, ভিকটিম দুই বছর আগে স্থানীয় এক স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তো। এখন লেখাপড়া করছে না। অন্যদিকে, অভিযুক্ত দুই জনও কিশোর। তাদের একজন মাদ্রাসায় পড়তো, অপরজন আরেকজন স্থানীয় একটি স্কুলে পড়তো। তবে, তারাও এখন আর লেখাপড়া করে না। শারীরিক পরীক্ষার জন্য ওই কিশোরীকে শনিবার সকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!