X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

একাদশে কেন এক পেসার? ধরবেন বিসিবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৮

মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন- এই পাঁচ পেসারকে নিয়ে টেস্ট স্কোয়াড গঠন করেছিল বাংলাদেশ। কিন্তু দুই টেস্টেই টিম ম্যানেজমেন্টকে দেখা গেছে একজন করে পেসার খেলাতে। চট্টগ্রামে মোস্তাফিজ, আর ঢাকায় বিশেষজ্ঞ পেসার ছিলেন রাহী। অবশ্য পার্ট টাইম পেসার ছিলেন সৌম্য সরকার। দুটি টেস্টেই কেন একজন করে বিশেষজ্ঞ পেসার নেওয়া হলো, টিম ম্যানেজমেন্টের কাছে সেই কারণ জানতে চাইবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

চট্টগ্রাম ও ঢাকাতে পেসাররা সাফল্য পেয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়েছেন দুই টেস্ট খেলা দুই পেসার। বিশেষ করে, ঢাকায় রাহী দুই ইনিংসে ভালো বোলিং করেছেন। তার সাফল্যের পর স্বাভাবিকভাবেই একজন বাড়তি পেসারের অভাব অনুভব করেছেন অধিনায়ক মুমিনুল হক। যা বোর্ড সভাপতির কণ্ঠেও উঠে এলো, ‘স্কোয়াডে তো পাঁচটা পেসার ছিল। কেন খেলছে না? চিটাগংয়ে খেলার কথা ছিল, খেলেনি। এখানে অন্তত দুজন খেলবে আমাকে কনফার্ম করেছিল। কিন্তু খেলানো হয়নি। আমাকে তো বলা হচ্ছে খেলবে। পরে তো দেখি নামছে না। আমি জানতে চাই কেন একজন পেসার খেলানো হলো। শুধু অধিনায়ক কিংবা কোচের কাছে নয়, সবার কাছে জানতে চাইবো।’

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টার্নিং উইকেট বানিয়ে ফায়দা নিতে পারেনি স্বাগতিকরা। উল্টো নিজেদের বানানো ফাঁদেই ধরা খেয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। এবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই পরিণতি। টানা তিন ম্যাচে স্পিন-নির্ভর উইকেটে ব্যাটসম্যানদের এমন দশা দেখে হতাশ নাজমুল, ‘দুইটা টেস্ট (আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ) সিরিজ দেখে বুঝেছি সমস্যা আছেই। একটা দেখে কিছু বলতে পারিনি তেমন। আমার কাছে মনে হয়েছে, আমাদের পুরো পরিকল্পনা (স্পিনিং উইকেট) বদলানো দরকার। একটা ব্যাপারে আমাদের কোনও সন্দেহ নেই যে, আমাদের স্পিনারদের চেয়ে পেসারদের মান অনেক ভালো।’

বোর্ড সভাপতি আরও বলেছেন, ‘হাতে গোনা কয়টা স্পিনার আছে আমাদের। সাকিবকে আপনি বাদ দেন। এ ছাড়া স্পিনার হিসেবে দুই-তিনজন আছে। কিন্তু আমাদের অনেক ভালো পেসার আছে। যদিও চেঞ্জ আনা হয়, খেলানো হয় না।’

ঘরের মাঠে তিনটি টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর ভবিষ্যতে স্পিন-নির্ভর উইকেট নিয়ে নতুন করে ভাবার কথা শুনিয়ে রাখলেন তিনি, ‘একটা জিনিস হঠাৎ করে দেখছি, আফগানিস্তান সিরিজ থেকে শুরু হয়েছে স্পিন উইকেট, স্পিন উইকেট, স্পিন উইকেট। আমাদের একটা সময় ছিল স্পিনে আমরা মোটামুটি ভালো ছিলাম। কারণ আমাদের পেস ভালো ছিল না। আমাদের পেস বোলার ছিল না এবং গত তিনটা বছর ধরে আমরা ধারাবাহিকভাবে ভাবছি কীভাবে পেস বান্ধব উইকেট বানানো যায় সেই চেষ্টা করেছি।’

বোর্ড প্রধানের একটাই প্রশ্ন, পেসার না খেলানোর পরিকল্পনা থাকলে স্কোয়াডে কেন পাঁচ পেসার? নাজমুল বললেন, ‘আমাদের এখন অনেক পেসার। এত পেসার থাকতে আমি পেসার খেলাবো না! পাঁচজনকে নিয়ে এখানে অলরাউন্ডারের জায়গাটা বন্ধ করে দিয়েছে। তারপরও আমরা খেলাচ্ছি না। এটাকে যদি আপনি দল নির্বাচন বলেন, তাহলে আমার কিছু বলার নেই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো