X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দলীয় প্রার্থীর বিরোধিতা, এমপিপুত্রকে আ. লীগ থেকে বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৫

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য সংসদ সদস্য হাবিবর রহমানের ছেলেসহ চার নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই সিদ্ধান্তের চিঠি অনুমোদনের জন্য জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ধুনট পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করে তাকে পরাজিত করা ও গত শনিবার হামলা চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে আহত করার অভিযোগ আনা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনি, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, যুগ্ম সম্পাদক মহসিন আলম ও সদস্য ইমরুল কাদের সেলিম রেজা।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল হাই খোকন জানান,  ‘গত ৩০ জানুয়ারি ধুনট পৌরসভা নির্বাচনে সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কৃত এজিএম বাদশা মেয়র হন। দলীয় প্রার্থীর ভরাডুবির পেছনে কাজ করেছেন, সংসদ সদস্য হাবিবর রহমান, তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনি, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, যুগ্ম সম্পাদক মহসিন আলম ও সদস্য ইমরুল কাদের সেলিম রেজা। তারা বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে নৌকার ভরাডুবি করেন।’

তিনি আরও জানান,  ‘এছাড়া গত শনিবার দুপুরে এমপির ছেলের সন্ত্রাসীরা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপনকে উপজেলা পরিষদ এলাকায় মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে ধুনট উপজেলা যুবলীগের সভাপতি এসএম মতিউর রহমান, ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের নেতৃত্বে নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সন্ত্রাসীদের ধাওয়া করেন। এমপির ছেলে আসিফ ইকবাল সনি ক্ষমতার অপব্যবহার করে পুলিশের সহযোগিতায় উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান, সুজাউদ্দৌলা রিপন, ছাত্রলীগ সভাপতি জাকারিয়া খন্দকার, ছাত্রলীগ নেতা সজেদুর রহমান সাগর, রুবেল বাবু, আরিফ রহমান, নাসিম, আকাশ, বলাই মন্ডল, হৃদয় হাসানসহ ১৬ নেতাকর্মীকে মারপিট করে।’

আবদুল হাই খোকন আরও বলেন, এমপির ছেলে গত বছর তার সন্ত্রাসী বাহিনী দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সরিফকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছিলেন। তাই আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিতে তাদের চারজনকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে অনুমোদনের জন্য জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে পাঠানো হয়েছে।

বহিষ্কার প্রসঙ্গে ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমপির ছেলে আসিফ ইকবাল সনি বলেন, এ সিদ্ধান্ত গঠনতন্ত্র পরিপন্থী। দল থেকে কোনও নেতাকে বহিষ্কার করতে হলে সুস্পষ্ট প্রমাণসহ কার্যনির্বাহী কমিটির সভা ডেকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ করতে হয়। শুধু দুই নেতা স্বাক্ষর করলেই কাউকে বহিষ্কার করা যায় না।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!