X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে বিএনপি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪২

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে বলে জানিয়েছেন সংগঠনটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগামী ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছে। এই বছরটি বাংলাদেশের স্বাধীনতার জন্য, জনগণের ক্ষমতার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ উপলক্ষে এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে বিএনপি। আমরা আগামী ২৬ মার্চ থেকে পরবর্তী ২৬ মার্চ পর্যন্ত স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে চাই। এই কর্মসূচি চট্টগ্রামে বেশি গুরুত্বপূর্ণ। কারণ চট্টগ্রাম থেকেই মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। শহীদ জিয়াউর রহমান ২৫শে মার্চ রাতে এই ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি আয়োজিত কর্মসূচি সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইতিহাসবিদ যখন রাজনীতিবিদ হয়ে যায়, তখন ইতিহাস আর ইতিহাস হিসেবে রচিত হয় না, এটি প্রোপাগান্ডা হয়ে যায়। জনগণের কাছে মিথ্যাচারের মাধ্যমে, ভুল তথ্য তুলে ধরার মাধ্যমে ইতিহাস বিকৃত হয়েছে। এগুলো সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরা গুরুত্বপূর্ণ। স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে আমরা দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে চাই। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ পরবর্তী বিএনপির ভূমিকা কী ছিল, কী কী উদ্যোগ নেওয়ার কারণে দেশ এতদূর এগিয়েছে আমরা এগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তুলে ধরতে চাই।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর হেলালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টিটু, সাংগঠনিক সম্পাদক সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্য সচিব মাহবুবের রহমান শামীম, মিডিয়া টিমের সদস্য শামা ওবায়েদ বক্তব্য রাখেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের আগে যেই ইতিহাস ছিল সেটিও আজ এক তরফা হয়ে গেছে। স্বাধীনতার ইতিহাসের সঙ্গে প্রথমে যুক্তফ্রন্ট, এরপর মওলানা আবদুল হামিদ খান ভাসানী, ৬৯ এর গণঅভ্যুত্থান, ভাষা আন্দোলন জড়িত। ’৬৯ এর গণঅভ্যুত্থান আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম। মওলানা ভাসানী ঢাকার জনসভায় যেই দিন ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’ এই স্লোগান দিয়েছিল ওই সময় তার কথায় আমি নিজেও ঢাকা শহরে আগুন দিয়েছিলাম। কিন্তু, আজকে এসব ইতিহাস বিকৃত করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মেও কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে না পারি তাহলে তারা কোন ইতিহাস নিয়ে বাঁচবে? চট্টগ্রামবাসী কি অস্বীকার করতে পারবেন ২৫ মার্চ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দেননি? তার ঘোষণা আমার কানে শোনা। এই ইতিহাস আমরা অস্বীকার করবো কিভাবে?’

তিনি বলেন,  জিয়াউর রহমান শুধু সেক্টর কমান্ডার ছিলেন না, তিনি সম্মুখ যোদ্ধাও। কমান্ডার শুধু দিক নির্দেশনা দেন। কিন্তু জিয়াউর রহমান কমান্ড দেওয়ার পাশাপাশি নিজেও সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, দলের ঊর্ধ্বে উঠে দেশের সত্যিকারের ইতিহাস তুলে ধরতেই আমাদের এই কার্যক্রম। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ তারিখ আমরা পালন করবো। আমরা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আমরা কি মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না? স্বাধীনতার প্রথম কথা গণতন্ত্র। এখন দেশে কেমন গণতন্ত্র আছে তা আপনারা জানেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর হেলাল, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা