X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএনপিকে প্রতিরোধ করুন: আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:০১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৫

সব ষড়যন্ত্র রুখে দিতে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিকে প্রতিরোধ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ বিএনপি সরকারের ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের নিন্দা ও প্রতিবাদ সমাবেশে’ দলের কেন্দ্রীয় নেতারা এ আহ্বান জানান।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘সবকিছুতে ব্যর্থ হয়ে বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। ষড়যন্ত্র করে কোনও লাভ হবে না। কারণ, দেশের মানুষ শেখ হাসিনার পাশে রয়েছে। তিনি আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ না হলে দেশের মানুষ করোনার মধ্যে যোগাযোগ করতে পারতো না। আর শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের ফল বিএনপির নেতাকর্মীরাও ভোগ করছে।’

সমাবেশে বিএনপির দেশ-বিদেশের ষড়যন্ত্র রুখে দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘৭৫-এর পর জিয়াউর রহমান দেশে যা করেছিল, তা কখনও স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। বরং জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। দেশে স্বাধীনতাবিরোধী কাজ করেছে বলেই তার খেতাব বাতিল এ মুহূর্তে আবশ্যক। তাই জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহার করে নিতেই হবে, কেউ ঠেকাতে পারবে না।’ উদাহরণ টেনে তিনি বলেন, ‘মিয়ানমারে অং সান সুচির সম্মাননা খেতাব যদি বাতিল হতে পারে, খুনি জিয়াউর রহমানের খেতাব কেন বাতিল হতে পারবে না?’

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকে যেমন রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে দেশের শত্রুরা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিল, তেমনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকেও রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে বিএনপি ষড়যন্ত্রের পথে হাঁটছে বলেই তাদের বক্তব্যে বোঝা যায়।’ তিনি এ সময় আল-জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনকেও এই ষড়যন্ত্রের অংশ হিসেবে বর্ণনা করে বলেন, ‘তাদের অসত্য বানোয়াট রিপোর্ট এই দেশ ও বিশ্বের মানুষ গ্রহণ করেনি এবং আল-জাজিরা তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।’

সমাবেশে দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি বসে নেই। তাদের অপতৎপরতা অব্যাহত আছে।’ তাই সকল ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আওয়ামী লীগ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী