X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তামিমদের কাছে বিসিবি সভাপতির প্রশ্ন, ‘কেন ফল আসছে না?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩০

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, টিম ম্যানেজমেন্টের কাছে হারের কারণ জানতে চাইবেন তিনি। কথা অনুযায়ী, বুধবার সাবেক পাঁচ অধিনায়ক ছাড়াও মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠক করেছেন তিনি। আজ (বৃহস্পতিবার) রাতে তিনি বসবেন কোচিং স্টাফের সঙ্গে।

বৃহস্পতিবার সকালে কুর্মিটোলা হাসপাতালে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘আজ আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং আছে কোচিং স্টাফদের সঙ্গে। আমি তাদের কাছে জানতে চাইবো, সমস্যা কোথায়? এটা বসার পর ওদেরকে বলবো যে, কী করতে হবে সামনের দিনগুলোতে।’

বুধবার ক্রিকেটারদের সঙ্গে আলোচনা নিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘ওদের কাছে জানতে চেয়েছিলাম কে সিদ্ধান্ত নিচ্ছে, কে পরিকল্পনা সাজাচ্ছে? মূলত আমি আগের সঙ্গে কোনও পরিকল্পনায় মিল পাচ্ছি না। এজন্য খুঁটিনাটি সব জানতে চাই। ওরা বলেছে, এই জায়গায় সমস্যা। আমি বললাম, কেন সমস্যা হচ্ছে। আগে তো সবকিছু তাদের চাপিয়ে দেওয়া হতো। এখন তো সিদ্ধান্ত নিজেরা নিচ্ছে। তাহলে কেন ফল আসছে না?’

সঙ্গে যোগ করেছেন, ‘তবে আমি খুশি যে ওরা (ক্রিকেটার) যেটা বলছে এবং আমাদের ধারণা যেটা ছিল যে সমস্যা কোথায়, বেশির ভাগই মিলে যাচ্ছে। ৯০ শতাংশই মিলে যাচ্ছে। আজকে কোচিং স্টাফদের সঙ্গে সভা আছে। ওদেরকেও জিজ্ঞেস করবো সমস্যা কোথায়। এরপর আমরা ওদেরকে বলবো সামনের দিনগুলোয় কী করতে হবে।’

দলের মধ্যে ‘কমিউনিকেশন গ্যাপ’ আছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নাজমুল, ‘আগে খালেদ মাহমুদ সুজন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছে। সে বোর্ড ও দলের মধ্যে যোগাযোগ রাখতো। আমরা দলের সামগ্রিক অবস্থা সব জানতে পারতাম। আর কেউ না জানলেও আমি জানতে পারতাম। এখন আমরা কেউ জানি না। বিরাট কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। দায়িত্ববান যাকেই প্রশ্ন করছি, সেই এড়িয়ে যাচ্ছে। উত্তর দিতে পারছে না।’

এদিকে নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা হওয়ার কথা ছিল আজই। সেটি একদিন পিছিয়ে চলে গেছে শুক্রবার। তার আগে আজ ও শুক্রবার দুই ভাগে ভাগ হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নিচ্ছেন এবং নেবেন কোচিং স্টাফ, ক্রিকেটারসহ পুরো টিম ম্যানেজমেন্ট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!