X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গালওয়ানে ৫ সেনা নিহতের কথা স্বীকার করলো চীন

বিদেশ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:২০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:২০

গত বছর ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতের সেনাবাহিনীর সঙ্গে চীনা সেনাদের সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ান নিহত হয়। তখন ভারতের পক্ষ থেকে করা হয়েছিল, সংঘর্ষে বেশ কয়েকজন চীনা সেনাও নিহত হয়েছে। কিন্তু এতদিন ধরে সেই কথা অস্বীকার করে আসছিল চীন। অবশেষে বেইজিং স্বীকার করেছে, সংঘর্ষে ৫ চীনা সেনা নিহত হয়েছিল। তাদের নামও প্রকাশ করেছে পিপলস লিবারেশন আর্মি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

চীনা সেনাবাহিনীর সংবাদপত্র পিএলএ ডেইলি’র এক প্রতিবেদনের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কারাকোরাম পর্বতে মোতায়েন পাঁচ চীনা সেনা ভারতীয় সেনার হাতে নিহত হয়েছে বলেই জানিয়েছে পিপলস লিবারেশন আর্মি। দেশের জন্য প্রাণ দেওয়া ওই সেনাদের শহিদের স্বীকৃতি দিয়েছে শি জিংপিং সরকার।

বার্তা সংস্থা গ্লোবাল টাইমস আবার ওই পাঁচ সৈনিকের নামও প্রকাশ করেছে। তাদের মধ্যে রয়েছেন জিনজিয়াং মিলিটারি কম্যান্ডের রেজিমেন্টাল কম্যান্ডার কুই ফাবাও। এছাড়া বাকিরা হলেন চেন জিয়াংগ্রং, শিয়াও শিয়ায়ুন, ওয়াং জুয়ারন ও চেন হংজুন। ফাবাওকে ‘হিরো রেজিমেন্টাল কম্যান্ডার’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। চেন হংজুনকে ‘হিরো টু ডিফেন্ড দ্য বর্ডারের’ স্বীকৃতি দেওয়া হয়েছে।

গ্লোবাল টাইমস আরও জানিয়েছে, এই প্রথম নিহতদের কথা স্বীকার করলেও চীনের অভিযোগ, এই সংঘর্ষের জন্য ভারতই দায়ী। ভারতীয় সেনারা প্রথম হামলা করেছিল বলে অভিযোগ করেছে তারা।

অবশ্য নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। সংঘর্ষের পরে ভারত জানিয়েছিল অন্তত ৩৫ চীনা সেনা নিহত হয়েছিল সেদিন। অন্যদিকে রাশিয়ার সংবাদমাধ্যম টিএএসএস জানিয়েছিল, ওই সংঘর্ষে ১০ থেকে ৪৫ চীনা সেনা নিহত হয়ে থাকতে পারে।

যদিও শিঙ্গুয়া বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল স্ট্র্যাটেজি ইন্সটিটিউটের ডিরেক্টর কিউয়ান ফেং গ্লোবাল টাইমসকে জানিয়েছেন, এতদিন ধরে বলা হচ্ছিল গালওয়ানের সংঘর্ষে ভারতের থেকে বেশি চীনা সেনার মৃত্যু হয়েছে। সেই জল্পনায় ইতি টানতেই এবার নিহত পাঁচ সেনার নাম প্রকাশ করেছে চীন।

 

অবশ্য কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, যুদ্ধে নিহত সেনার নাম প্রকাশ না করায় নিজের দেশেই সমালোচনার মুখে পড়ছিল শি জিংপিং সরকার। তাই এবার তারা চাপের মধ্যেই নতিস্বীকার করতে বাধ্য হল। যদিও নিহত সেনার সংখ্যা নিয়ে এখনও জল্পনা অব্যাহত।

/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!