X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ভুয়া ই-মেল খুলে কুৎসা রটনা, রাবি শিক্ষিকার থানায় অভিযোগ

রাবি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৭

রাজশাহী বশ্বিবিদ্যালয়ের (রাবি) এক শিক্ষিকার নামে ভুয়া ই-মেইল খুলে বিশ্ববিদ্যালয়ের অন্য এক শিক্ষকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় রবিবার (২১ ফেব্রুয়ারি) ওই শিক্ষিকা নগরীর মতিহার থানায় অভিযোগ করেছেন।

অভিযোগকারী শিক্ষিক অধ্যাপকের জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক। তিনি প্রগতিশীল শিক্ষক সমাজের জ্যেষ্ঠ সদস্য।

অভিযোগপত্রে অধ্যাপক জান্নাতুল ফেরদৌস জানান, তার নামে একটি ভুয়া ই-মেল আইডি খোলা হয়েছে। সেটা ব্যবহার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়েছে। যিনি আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়েল প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচনে একজন প্রার্থীর। ওই মেইলটি রাবির অসংখ্য শিক্ষকের কাছে পাঠানো হয়েছে।

ইতোমধ্যে বাংলা বিভাগের শিক্ষক সুমাইয়া খানম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজী জাহিদুর রহমান, আইন বিভাগের রফিকুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক অমিতাভ সাহা তাকে অবহিত করেছেন।   

অভিযোগপত্রে অধ্যাপক জান্নাতুল বলেন,  ‘আমার নামে ভুয়া ই-মেইল আইডি খুলে রাবির বিভিন্ন শিক্ষকের ই-মেইলে যে বা যারা উক্ত মেইলটি পাঠানো হয়েছে। তারা কম্পিউটার তথা ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে পরিচয় প্রতারণা ছদ্মবেশ ধারণে পাশাপাশি আমার ব্যক্তিগত সম্মানহানি করেছেন। যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৪ এবং ২৯ ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ।’ তার অভিযোগ আমলে নিয়ে আইনি  ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, অধ্যাপক জান্নাতুল ফেরদৌস একটি অ্যাড্রেসের ওপর অভিযোগপত্র দিয়েছেন। তিনি কারও নাম উল্লেখ করেননি। আমরা বিষয়টি দেখছি।

প্রসঙ্গত, আগামী ২৪ ফেব্রুয়ারি রাবিয়ের মুক্তিযুদ্ধের চেতনায় ও মূলবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রশাসনের শেষ সময়ে এই নির্বাচনকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

 

/এসটি/
সম্পর্কিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার