X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সম্মেলনের চার দিন পর রাজশাহী মহানগর ছাত্রলীগের কমিটি

রাজশাহী প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৬

সম্মেলনের চার দিন পর রাজশাহী মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে নূর মোহাম্মদ সিয়ামকে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে সিরাজুম মুবিন সবুজকে। ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য রবিবার (২৮ ফেব্রুয়ারি) আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন। তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি পদে আরেফিন পারভেজ বন্ধন ও মেহেদী হাসান রিমেল রিগ্যান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসান রেজা এবং রাশিক দত্তকে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে।

ছয় বছরেরও বেশি সময় পর গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে এর আয়োজন করা হয়। সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদক উপস্থিত হয়েছিলেন। তবে সেদিন তারা কারও নাম ঘোষণা করেননি। ঢাকায় ফিরে নগর ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে বলে তারা জানিয়েছিলেন।

কমিটির বিষয়ে জানতে চাওয়া হলে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি বলেন, ‘রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজনের বায়োডাটা আমাদের কাছে আসে। যোগ্যতা বিবেচনা করে ছয় সদস্য বিশিষ্ট মহানগর ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটির একটি তালিকা প্রস্তুতের জন্য রাজশাহী মহানগর ছাত্রলীগের নতুন নেতৃত্বকে নির্দেশ প্রদান করা হয়েছে। সেই তালিকা যাচাই-বাছাই করে দ্রুত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হবে।’

রাজশাহী মহানগর ছাত্রলীগের নতুন সভাপতি নুর মোহাম্মদ সিয়াম বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ আমার ওপর আস্থা রেখে রাজশাহী মহানগরীর দায়িত্ব আমার ওপর ন্যস্ত করেছে। অর্পিত দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করতে পারি এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজশাহী মহানগর ছাত্রলীগকে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারি সেই চেষ্টা অব্যাহত রাখবো।’

এর আগে ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর মহানগর ছাত্রলীগের সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে রকি কুমার ঘোষকে সভাপতি এবং মাহমুদ হাসান রাজিবকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। তিন বছরের ওই কমিটি ছয় বছরেরও বেশি সময় পার করে। অবশেষে নতুন নেতৃত্ব পেল মহানগর ছাত্রলীগ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!