X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় পতাকার অবমাননার অভিযোগ, ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বরগুনা সংবাদদাতা
০১ মার্চ ২০২১, ১৯:৫৭আপডেট : ০১ মার্চ ২০২১, ১৯:৫৭

জাতীয় পতাকা উত্তোলনে অনিয়মের অভিযোগে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন একজন আইনজীবী। সোমবার (১ মার্চ) দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে তিনি এ অভিযোগ দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট নাহিদ হোসেন মামলাটি আমলে নিয়ে শুনানির জন্য ৪ মার্চ তারিখ নির্ধারণ করেছেন।

মামলার বিবাদীরা হলেন– বরগুনা জেলা রেজিস্ট্রার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী, কৃষি ব্যাংক গৌরীচন্না শাখার ব‍্যবস্থাপক ও কুয়েত প্রবাসী হসপিটালের পরিচালক।

মামলা সূত্রে জানা গেছে, মুজাহিদুল হক জাকির নামে ওই আইনজীবী গত ২১ ফেব্রুয়ারি বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন স্বজনকে দেখে ফেরার পথে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর বরগুনা জেলা কার্যালয়ে বিধিসম্মতভাবে জাতীয় পতাকা উত্তোলিত হয়নি দেখতে পান। একইভাবে বরগুনা জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, জেলা সাবরেজিস্ট্রার কার্যালয়সহ বেশ কয়েকটি সরকারি কার্যালয়ে নিয়ম মেনে পতাকা উত্তোলন করা হয়নি বলে তার দাবি। এছাড়াও বাড়িতে যাওয়ার পথে তিনি দেখেন, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান কুয়েত প্রবাসী হাসপাতালেও ঠিকমতো পতাকা উত্তোলন করা হয়নি। মামলার বাদী ওইসব কার্যালয়ের উত্তোলিত পতাকার ছবি মোবাইল ফোনে ধারণ করে মামলার সঙ্গে কপি সংযুক্ত করেছেন।

বাদী অ‍্যাডভোকেট মুজাহিদুল হক জাকির বলেন, ‘২১ ফেব্রুয়ারি তিনি রিকশায় ঘুরে ও পায়ে হেঁটে উল্লিখিত স্থানগুলোতে জাতীয় পতাকার অবমাননা দেখতে পেয়েছেন। তিনি জাতীয় পতাকা অবমাননার ছবি তুলেছেন ও ভিডিও ধারণ করেছেন। তিনি জনস্বার্থে মামলা করেছেন, যেন সারাদেশে জাতীয় পতাকার যথাযথ মূল‍্যায়ন করা হয়।’

তিনি আরও বলেন, ‘আসামিরা জাতীয় পতাকা আইন ১৯৭২-এর ৩ এবং ২০১০-এর ২০ নং ধারা লঙ্ঘন করেছেন। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সম্মান রক্ষার্থে জাতীয় পতাকা উত্তোলনে গাফিলতি শাস্তিযোগ্য অপরাধ। আমি চাই, এ মামলায় অভিযুক্তদের শাস্তি হোক এবং সচেতনতা ফিরুক সবার মাঝে।’

প্রসঙ্গত, এই মামলায় এক বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ