X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

মা হচ্ছেন শ্রেয়া

বিনোদন ডেস্ক
০৪ মার্চ ২০২১, ১৫:১৫আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৯:৪৯

সকাল সকাল সুখবর দিলেন বলিউডের অজস্র জনপ্রিয় গানের গায়িকা শ্রেয়া ঘোষাল। বৃহস্পতিবার (৪ মার্চ) টুইটারে জানালেন, মা হতে চলেছেন তিনি।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন বেবি বাম্পের ছবি। আগত সন্তানকে ‘শ্রেয়াদিত্য’ বলেও সম্বোধন করেন গায়িকা।

লিখেছেন, ‘শ্রেয়াদিত্য আমাদের মাঝে আসার পথে।’ তারপর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে বলেছেন, ‘আমি ও শিলাদিত্য- আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন।’

২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রেয়া। এর ছয় বছরের মাথায় প্রথম সন্তানকে স্বাগত জানাতে তৈরি দু’জনে।

টুইটারের পোস্ট করা ছবিতে দেখা যায়, হালকা-সবুজ ও নীল ঘরোয়া পোশাক পরেছেন শ্রেয়া। স্থিরচিত্রটিতে সযত্নে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন। দ্রুত ভাইরালও হয়েছে ছবিটি। ১০ মিনিটের মধ্যে দেড় হাজারের মানুষ টুইটটি দেখে ফেলেছেন। এর পরপরই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি।

এদিকে, আগামী সপ্তাহেই (১২ মার্চ) শ্রেয়ার জন্মদিন। আর তার ঠিক আগে ভক্তদের দারুণ সারপ্রাইজ দিলেন এ তারকা। তবে কবে সন্তানের জন্ম দেবেন তিনি, সেটা নিয়ে অবশ্য কিছু জানাননি শ্রেয়া।

উল্লেখ্য, শ্রেয়ার স্বামী শিলাদিত্য পেশায় তথ্যপ্রযুক্তি কর্মকর্তা। বিয়ের আগে দশ বছর চুটিয়ে প্রেম করেছেন তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!