X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতা মিরু হত্যা: ২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ১৯:২০আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৯:২০

অভ্যন্তরীণ কোন্দলের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হত্যা মামলায় আটক তিন আসামির মধ্যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের আদালতে হত্যার কথা স্বীকার করে তারা। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামিরা হলো– ইমরান মোল্লা (২০) ও ইমান আলী (৩০)। অপর আসামি সোহান মোল্লা (১৬) নাবালক হওয়ায় তাকে শিশু আদালতে পাঠানো হয়েছে। তাদের সবার বাড়ি উপজেলার আজিমপুর এলাকায়।

তবে গত ১ মার্চ রাতের এ ঘটনায় পুলিশ এখনও মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি। এদিকে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে হরিরামপুর উপজেলা ছাত্রলীগ মানববন্ধন ও সমাবেশ করেছে। 

সিংগাইর থানার ওসি জানান, ফারুক হোসেন মিরুকে হত্যার ঘটনায় তার বড় ভাই রিয়াজুল করিম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন জনকে আটক করা হয়েছে।  হত্যাকাণ্ডে ব্যবহৃত আটোরিকশা, একটি রামদা ও কয়েকটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১ মার্চ রাতে দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে সিংগাইর সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ দুলাল এবং তার বড় ভাই উপজেলা পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন ওরফে আঙ্গুর ফারুক। একমাস আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে দুই পক্ষে মধ্যে বিরোধ চলছিল। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!