X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১
আহমদ ছফার ‘অলাতচক্র’

স্পষ্ট হলো দানিয়েল-তায়েবার অস্ফুট প্রেম (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৫ মার্চ ২০২১, ১৭:১৩আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৭:১৩

বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ লেখক-চিন্তাবিদ আহমদ ছফার আত্মজীবনীমূলক উপন্যাস থেকে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘অলাতচক্র’। এর আরও একটি দিক হলো, এটি বাংলা ভাষায় তৈরি প্রথম ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি।

যে উপন্যাসের মূল উপজীব্য দানিয়েল-তায়েবার মধ্যকার প্রেম ও মুক্তিযুদ্ধ। এতোদিন চরিত্র দুটি বইয়ের পাতা আর খবরের মধ্যে সীমাবদ্ধ ছিলো। এবার সেটি দর্শকদের সামনে বাস্তবে ধরা দিলো আহমেদ রুবেল ও জয়া আহসানের মাধ্যমে।

হাবিবুর রহমান পরিচালিত আলোচিত সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৯ মার্চ। তার আগে ৪ মার্চ রাতে অন্তর্জালে উন্মুক্ত হলো ট্রেলার। মাত্র সোয়া ১ মিনিটের এই ট্রেলারে উঠে এসেছে দানিয়েল ও তায়েবার মধ্যকার অস্ফুট ভালোবাসার ছায়া। যেখানে দেখা যায় হাসপাতালের বিছানায় পড়ে আছেন জয়া আহসান। একদিন রুবেলকে অনুরোধ করেন, ‘আগামীকাল আমার জন্য একটু ভাত-মাছ রান্না করে আনতে পারবেন?’ পরের দৃশ্যে দেখা গেছে আহমেদ রুবেল রান্নাঘরে মাছ রান্নায় ব্যস্ত।

দৃশ্যগুলো ছবিটি দেখার বিষয়ে দর্শকদের মনে বাড়তি চাহিদা তৈরি করেছে বলেই ধারণা করা যাচ্ছে। পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মন্তব্যের ঘর দেখলেও সেটি স্পষ্ট।

ছবিটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা হাবিবুর রহমান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৯ মার্চ সিনেমাটি মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার, ট্রেলার দিয়ে নানা প্রচারণা চলছে। ট্রেলার থেকে ভালো সাড়া পাচ্ছি।’

মুক্তিযুদ্ধের সময় কলকাতায় শরণার্থী হিসেবে আশ্রিত বাংলাদেশি লেখক দানিয়েল ও ক্যানসারে আক্রান্ত প্রগতিশীল নারী তায়েবার মধ্যকার অস্ফুট ভালবাসা, মানসিক টানাপড়েন এবং মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি চিত্রায়িত হয়েছে ‘অলাতচক্র’ চলচ্চিত্রে।

এতে দানিয়েল তথা আহমদ ছফার চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল। আর প্রেমিকা তায়েবার ভূমিকায় আছেন জয়া আহসান।

‘অলাতচক্র’ উপন্যাসটি ১৯৮৫ সালে প্রকাশ হয়। ২০১৯ সালে চলচ্চিত্রটির কাজ শুরু হয়ে সে বছরের শেষদিকে শেষ হয়। গত বছরের ১৫ ডিসেম্বর এটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।

৬০ লাখ টাকা সরকারি অনুদান নিয়ে বিশেষ এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন হাবিবুর রহমান। তিনি জানান, পুরো শুটিং হয়েছে থ্রিডি ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে।

ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন, মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশারফসহ অনেকে।

/এমএম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…