X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আফগানরা না এলে নেপালে যাবে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ২১:১১আপডেট : ০৮ মার্চ ২০২১, ২১:১৩

এ মাসেই আছে বাংলাদেশ ফুটবল দলের বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই। কিন্তু প্রতিপক্ষ আফগানিস্তান আসতে না চাওয়ায় ঝুলে গেছে সিলেটের ম্যাচের ভাগ্য। এখনও ম্যাচটি স্থগিত হয়নি। যদি হয়, সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ‘প্ল্যান-বি’ কাজে লাগাবে। খেলতে যাবে প্রস্তুাবিত নেপালের প্রীতি টুর্নামেন্টে।

বাফুফের ‘প্ল্যান-বি’ নিয়ে ভাবনার কথা জানিয়েছেন সংস্থাটির সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। নেপাল ফুটবল ফেডারেশন একটি প্রীতি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতাটিতে স্বাগতিক নেপালের সঙ্গে ‘হ্যাঁ’ বলেছে বাংলাদেশ ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল।

টিমস কমিটির বৈঠক শেষে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রসঙ্গে কাজী নাবিল বলেছেন, “আমরা প্ল্যান ‘বি’ হিসেবে নেপাল থেকে একটা আমন্ত্রণ পাই। সেখানে গিয়ে একটা প্রীতি টুর্নামেন্ট খেলার জন্য। বাংলাদেশ, নেপালের জাতীয় দল এবং কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দল সেখানে খেলতে রাজি হয়েছে। আমরা চাই জাতীয় দল ব্যস্ত থাকুক, খেলার মধ্যে থাকুক। যেন আমরা পরখ করে দেখতে পারি। হয়তো নতুন কিছু খেলোয়াড়কে নির্বাচন করা হতে পারে, নেপালে তাদের সুযোগ করে দিতে পারি।’

এরই মধ্যে জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হতে যাচ্ছে। কাজী নাবিল বললেন, ‘আগামী ১৩ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। প্রথম দিন কোভিড পরীক্ষার পর পরের দিন থেকে ক্যাম্পের মূল কার্যক্রম শুরু হবে। এরপর ফ্লাইটের শিডিউল ঠিক হলে আমরা ১৮ বা ২০ মার্চ নেপালে চলে যাব। কোচিং স্টাফ যা আছে, তাই থাকবে। ফিজিও, গোলকিপিং কোচ যোগ করা হবে এই খেলাগুলোর জন্য। নেপালের টুর্নামেন্ট দিয়ে আমরা দেখতে পারবো দল কোন অবস্থায় আছে।’

আফগানিস্তান আসবে না ধরেই বাফুফের কার্যক্রম সাজানো হচ্ছে। কাজী নাবিলের কথায়, “আফগানিস্তান পরবর্তীতে কী করবে, সেটা তারা পরে জানাবে। এএফসিও পরে সিদ্ধান্ত জানাবে। আমরা ধরে নিচ্ছি বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তান ম্যাচ মার্চে হবে না। যদি এএফসি জানায় আমাদের হোম ম্যাচ আমাদের মাঠেই হবে, তখন আমরা নেপালকে ‘না’ বলে দেবো।”

নেপালের প্রতিযোগিতা নতুন খেলোয়াড়দের পরখ করে দেখার মিশন। এছাড়া সেখানে শিরোপার লক্ষ্যই স্থির করছেন কাজী নাবিল বলেছেন, ‘আমাদের তো আল্টিমেটলি নতুন খেলোয়াড়দের কোনও না কোনও সময় পরীক্ষা করে দেখতে হবে। দেখা উচিত এবং দেখা দরকার। নেপালের সিরিজটি কিন্তু আমাদের জন্য উত্তম সুযোগ। বিশেষ করে, কিরগিজস্তানের বিপক্ষে যদি ফিফা স্বীকৃত না হয়, তাহলে অনেক নতুনদের সুযোগ দেওয়া হতে পারে। রেজাল্ট যাই হোক না কেন। খেলবো যখন, তখন অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন