X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

তামিমরা করোনা নেগেটিভ, বুধবার কুইন্সটাউন যাচ্ছে পুরো দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২১, ১৬:৫৯আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৬:৫৯

নিউজিল্যান্ডে আর একদিন পর পুরোপুরি মুক্তি মিলবে তামিম-মুশফিকদের। কোয়ারেন্টিনের ১৪ দিন শেষে হচ্ছে বুধবার। এরপর ওই দিন সন্ধ্যাতেই কুইন্সটাউনের উদ্দেশে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরই মধ্যে করোনা টেস্টে সবার ফলও নেগেটিভ এসেছে। সব মিলিয়ে তাই স্বস্তির সু-বাতাস বাংলাদেশ শিবিরে।

২৫ ফেব্রুয়ারি সকালে নিউজিল্যান্ডে পা দিয়েই প্রথম দফা করোনা পরীক্ষা হয় ক্রিকেটারদের। তৃতীয় দিনের মাথায় হয় দ্বিতীয় পরীক্ষা। ২ মার্চ তৃতীয় কোভিড পরীক্ষায় সবাই নেগেটিভ হওয়ার পর জিম করার সুযোগ পেয়েছিলেন। তার পর দিন থেকে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলনে নামেন। এরপর গতকাল (সোমবার) ১২তম দিনে করানো হয় চতুর্থ পরীক্ষা। চারবারই টিম বাংলাদেশের ক্রিকেটার, কোচিং-সাপোর্টিং স্টাফ আর অফিসিয়ালসরা নেগেটিভ হওয়ায় আর কোনও ঝামেলা রইলো না। 

ফলে বুধবার ১৪ দিনের কোয়ারিন্টেন শেষ করে ক্রিকেটারদের পরবর্তী গন্তব্য প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা কুইন্সটাউন। সেই লক্ষ্যে বুধবার ক্রাইস্টচার্চ সময় সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে যাত্রা করবে মুশফিকরা। এ তথ্য নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ বহরের দলনেতা ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘চতুর্থ করোনা পরীক্ষা হয়েছে। এখানে সবাই সুস্থ আছে। আমরা কাল সন্ধ্যায় কুইন্সটাউনের উদ্দেশে যাত্রা করবো।’

কুইন্সটাউনে ৫ দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। ওখান থেকে ১৬ মার্চ পুরো দল চলে যাবে ডানেডিনে। আগামী ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়েই শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীদের লড়াই। এরপর ২৩ ও ২৬ মার্চ হবে বাকি দুটি ওয়ানডে; ভেন্যু যথাক্রমে ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। ক্রাইস্টচার্চের ম্যাচটি কেবল দিবা-রাত্রির।

ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দু’দল। ম্যাচ তিনটি ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন