X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টিকা নেওয়ার পর সস্ত্রীক করোনায় আক্রান্ত কাজী হায়াৎ

বিনোদন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ১৪:৫২আপডেট : ১১ মার্চ ২০২১, ১৬:৪৬

গত ২ মার্চ কোভিড-১৯ প্রতিরোধী টিকা নিয়েছিলেন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা কাজী হায়াৎ ও তার স্ত্রী। এরপর গত ৬ মার্চ থেকে প্রচণ্ড জ্বর হয় এই নির্মাতার। এ কারণে স্ত্রীসহ করোনা পরীক্ষা করেন তিনি। এতে দুজনেরই ফল পজিটিভ এসেছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন কাজী হায়াৎ।

৮ মার্চ সকালে তাদের করোনার পরীক্ষা করা হয়েছিল। সেদিনই সন্ধ্যায় এই ফল পান তারা। 

কাজী হায়াৎ বলেন, ‘২ মার্চ টিকা নেওয়ার পর ৩, ৪ ও ৫ তারিখ পর্যন্ত কোনও সমস্যা হয়নি। এরমধ্যে আমি স্বাভাবিকভাবেই ঘরের বাইরে বিভিন্ন কাজ করেছি। ৬ তারিখ থেকে জ্বর আসে। এটা টানা দুই দিন থাকায় ৮ মার্চ করোনা টেস্ট করি। এতে ফল পজিটিভ এসেছে। সঙ্গে আমার মিসেসও করোনায় আক্রান্ত হয়েছেন।’

এদিকে, গত ২৭ ফেব্রুয়ারি হিরো আলমের ছবি ‘টোকাই’-এর শুটিং করেছেন কাজী হায়াৎ। এছাড়াও গত কয়েক দিন বিএফডিসিতে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।

কাজী হায়াতের ভাষ্য, ‘এটা (আক্রান্ত) পুরোপুরি অসতর্কতার কারণে হয়ে থাকতে পারে। অনেক সময় তো ভুলে নাকে মাস্ক থাকে না। লিফটে নিয়মিত উঠানামা করেছি। তবে ভালো খবর হলো, জ্বরসহ অন্য কোনও লক্ষণ আর নেই। নিজে অনেকটাই সুস্থবোধ করছি।’

তিনি জানান, বর্তমানে বাসায় আছেন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!