X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘নির্বাচিত কাউন্সিলরের হামলায়’ আ.লীগ নেতা আহত: ৬ জনের নামে মামলা

গাজীপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২১, ১৫:১৪আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৫:১৪

গাজীপুরের শ্রীপুর পৌরসভায় নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক দেলোয়ার হুসাইনকে (৩২) কুপিয়ে আহত করা হয়েছে। গত ৯ মার্চ হামলার পর থেকে গুরুতর আহত দেলোয়ার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় হত্যা চেষ্টার মামলা করেছেন তিনি।

শ্রীপুর পৌর কাউন্সিলর হাবিবুল্লাহকে হামলার হুকুমদাতা হিসেবে মামলার আসামি করা হয়েছে। এছাড়া ফাহাদ আহম্মেদ, রাজিব আহমেদ, সুলতান উদ্দিন, মোস্তাকিম, রিফাত আকন্দসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণ ও আহতের স্বজনরা জানান, গত ১৬ জানুয়ারি শ্রীপুর পৌরসভা নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বিএ’র পক্ষে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন দেলোয়ার হুসাইন। অভিযুক্ত কাউন্সিলরও একই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচিত কাউন্সিলরের পক্ষে কাজ না করায় নির্বাচনের পরদিন তার বাড়িতে হামলা করা হয়। গত ৯ মার্চ রাত ৮টার দিকে পৌরসভার ২ নম্বর  সিঅ্যান্ডবি বাজারের তিন রাস্তার মোড়ে অভিযুক্তরা দা, লাঠিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে দেলোয়ারের ওপর অতর্কিতে হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর হাবিবুল্লাহ সাংবাদিকদের জানান, তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন না। তাকে মিথ্যা অভিযোগে জড়ানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে উপ-পরিদর্শক (এসআই) ইমরান শেখকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।

 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়