X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

লালমনিরহাট আইনজীবী সমিতির নির্বাচন: আ.লীগ সমর্থিত প্যানেলের জয়

লালমনিরহাট প্রতিনিধি
১৭ মার্চ ২০২১, ০০:০৫আপডেট : ১৭ মার্চ ২০২১, ০০:০৫

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদের (২০২১-২২) নির্বাচনে প্রত্যক্ষ ভোটে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয়ী হয়েছে। সভাপতি পদে মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক পদে আশরাফ হোসেন বাদল নির্বাচিত হয়েছেন। সোমবার (১৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। গণনা শেষে রাত সাড়ে ৯টায় এই ফল ঘোষণা করা হয়। 

জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনের অন্যতম সদস্য অ্যাডভোকেট চিত্তরঞ্জন রায় জানান, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ১৩২ ভোটের মধ্যে ১০৩ ভোট পেয়ে সভাপতি এবং অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল ৭৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন। বিএনপি-জামায়াতসহ সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট একেএম শামসুল হক ২৯ ভোট ও অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজ ৫৩ ভোট পেয়ে নিকটতম হয়েছেন। 

অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি পদে আবুল কালাম আজাদ ৮২ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে আবু আহাদ খন্দকার লেলিন ৯৫ ভোট, কোষাধ্যক্ষ পদে আব্দুর রশিদ প্রধান ৮২ ভোট, লাইব্রেরি সম্পাদক পদে হাফিজুর রহমান হাফিজ ৮১ ভোট, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে নজরুল ইসলাম ৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া কার্য নির্বাহী সদস্য পদে সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমী ৯৪ ভোট, আকমল হোসেন আহমেদ ৯৬ ভোট, মশিউর রহমান ৭৯ ভোট, আব্দুর রশিদ সরকার ৮২ ভোট, কানিজ ফেরদৌস আরা ইতুল ৮৪ ভোট, রেজাউল করিম শাহীন ৭৫ ভোট, বিধুভূষণ রায় ৭৫ ভোট ও মধুসূধন রায় ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, ‘লালমনিরহাট আদালতে কর্মরত সব আইনজীবীকে অভিনন্দন। আমরা প্রান্তিক মানুষের আইনি অধিকার পাইয়ে দিতে সচেষ্ট। আদালত প্রাঙ্গণে দীর্ঘদিনের পদচারণা আমার, সেখানে মানুষকে নিরন্তর সেবা দিয়ে যেতে চাই।’

উল্লেখ্য, অ্যাডভোকেট মতিয়ার রহমান আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এর আগেও ভোটে নির্বাচিত হয়ে একাধিকার দায়িত্ব পালন করেছিলেন।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!