X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিংগাইরে মিরু হত্যা: আরও ২ আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ মার্চ ২০২১, ২১:৩৮আপডেট : ১৮ মার্চ ২০২১, ২১:৩৮

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরু হত্যা মামলায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুজন হলো– সিংগাইরের চরনয়াডাঙ্গী গ্রামের কাজী আয়নাল হকের ছেলে কাজী কাউসার (১৮) চর আজিমপুর গ্রামের মো. সায়েম ফকিরের ছেলে মো. হাবিবুল্লাহ ওরফে রাকিব (১৮)। তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম পিপিএমের নেতৃত্বে গতকাল বুধবার সিংগাইর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, সিংগাইর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করে। আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনার বিষয়ে তারা দুজনেই গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।

প্রসঙ্গত, অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১ মার্চ) স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের বাড়ি থেকে গানের অনুষ্ঠান শেষে রাত ১টার দিকে বাড়ি ফিরছিলেন মিরু। পথিমধ্যে সিংগাইর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আসামি মোল্লা মো. দুলালসহ (২৪) ১২ জন এবং অজ্ঞাত আরও চার-পাঁচ জন তিনটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল দিয়ে ফারুক হোসেন মিরু ও তার সঙ্গীয় আলমাসের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর আসামিরা ধারালো অস্ত্র দিয়ে মিরুকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। ২ মার্চ দুপুর পৌনে ১টার দিকে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিকস (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিরু মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী