X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘বাঁধনের বেপরোয়া হওয়ার পেছনে অতীতের রাজনৈতিক নেতৃত্ব দায়ী’

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ মার্চ ২০২১, ১৭:৩৩আপডেট : ১৯ মার্চ ২০২১, ১৭:৩৩

কুড়িগ্রামে ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মিন্টুর হাতের কবজি বিচ্ছিন্ন করার মামলার প্রধান আসামি মেহেদী হাসান বাঁধনের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। তিনি দাবি করেছেন বাঁধনের ‘বেপরোয়া’ হওয়ার পেছনে অতীতের রাজনৈতিক নেতৃত্ব দায়ী।

শুক্রবার (১৯ মার্চ) সকালে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হল রুমে অয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন।

গত ১৬ মার্চ দুপুরে জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার শিকার হন ছাত্রলীগের সাবেক নেতা মিন্টু। এতে তার ডান হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর হাত ও দুই পা গুরুতর জখম হয়। বর্তমানে মিন্টু ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র জানায়, আতাউর রহমান মিন্টু জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলীর আপন ভাগনে। আর অভিযুক্ত বাঁধন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু গ্রুপের রাজনীতির সঙ্গে জড়িত।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ মার্চ) মিন্টুর বাবা আলতাফ হোসেন বাদী হয়ে রাজারহাট থানায় বাঁধনসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তবে গত তিন দিনেও কোনও আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ।

‘হামলার আশঙ্কায় থানায় জিডি করেছিলেন ছাত্রলীগের সাবেক নেতা মিন্টু’

তবে সংবাদ সম্মেলনে নিজের ওপর দায় চাপানোর নিন্দা জানিয়ে আমান উদ্দিন মঞ্জু বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত শত্রুতার কারণে মিন্টুর ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং বাঁধনসহ অভিযুক্ত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু এই ঘটনায় আমাকে জড়িয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার হীন চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।’

মিন্টুর ওপর হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নেই জানিয়ে মঞ্জু বলেন, ‘২০১০ সালে এই বাঁধনের নেতৃত্বে যুবলীগ কর্মী উজ্জ্বলের হাত কাটা হয়। সেই হামলার বিচার না করে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছে। এবারের ঘটনা যারা ঘটিয়েছে তারা আমাদের কেউ নয়, তাদের রাজনৈতিক কোনও পরিচয় নেই।’

ছাত্রলীগের সাবেক নেতা মিন্টুর ওপর হামলার ঘটনাটি নিয়ে পক্ষ-বিপক্ষ সৃষ্টি করে রাজনৈতকি স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা হচ্ছে দাবি করে তিনি আরও বলেন, ‘যা ঘটেছে তা সন্ত্রাসী কর্মকাণ্ড। দীর্ঘ দিনের ব্যক্তিগত দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার কারণে ঘটে যাওয়া একটি পৈশাচিক ঘটনাকে দলীয় পর্যায়ে জড়ানো কারও জন্যই মঙ্গলজনক নয়। এতে করে দল খাটো হয়, নেতৃত্ব খাটো হয়ে যায়।’

মিন্টুর ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় কয়েকজন নির্দোষ ও সম্ভাবনাময় রাজনৈতিক কর্মীকে জড়ানো হয়েছে দাবি করে মঞ্জু বলেন, ‘প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমি চাই। কিন্তু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নির্দোষ কাউকে জড়ানোর নিন্দা জানাই।’

ছাত্রলীগ নেতা মিন্টু দীর্ঘ দশ বছর ধরে অভিযুক্ত মেহেদী হাসান বাঁধনের সন্ত্রসী কর্মকাণ্ড কেন রাজনৈতিকভাবে প্রতিহত করা হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমান উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, ‘বাঁধন আমার রাজনৈতিক কর্মী নয়। তার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তার (বাঁধনের) বেপরোয়া হওয়ার পেছনে অতীতের রাজনৈতিক নেতৃত্বই দায়ী।’

জেলার রাজনীতির গুণগত পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মোতালেব, হাসান মাসুদ মুকুট, যুবলীগ নেতা গোলাম মওদুদ সুজন প্রমুখ।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!