X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চার মাস পর ভারতে দৈনিক করোনা শনাক্ত ছাড়ালো ৪০ হাজার

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০২১, ১৫:৪৪আপডেট : ২১ মার্চ ২০২১, ১০:০৬
image

ভারতে বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ হাজার ৯৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত বছরের ২৯ নভেম্বরের পর এটাই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ায় কয়েক রাজ্যে স্কুল বন্ধ করে দেওয়া, জনসমাগমে নিষেধাজ্ঞা আরোপসহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। এমনকি সবচেয়ে উপদ্রুত জেলাগুলোতে লকডাউন আরোপের বিষয়টি বিবেচনা করছে কর্তৃপক্ষ। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতে এখন পর্যন্ত এক কোটি ১৫ লাখের বেশি মানুষের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজারের বেশি মানুষের। গত এক সপ্তাহ ধরে দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের আশেপাশে থাকলেও গত তিন দিন ধরে বাড়ছে সংক্রমণ। সবচেয়ে বেশি সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরালা, কর্নাটক এবং গুজরাট রাজ্যে।

বিগত তিন ধরে ভারতে ৩০ হাজারের বেশি দৈনিক সংক্রমণ শনাক্ত হচ্ছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোট আক্রান্তের ৮০. ৬৩ শতাংশই পাওয়া যাচ্ছে মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্নাটক, গুজরাট এবং ছত্তিশগড় রাজ্যে।

শনাক্ত রোগী এবং মৃত্যু বিবেচনায় পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র এখনও দেশটির অন্য সব অঞ্চলের চেয়ে এগিয়ে আছে।  প্রতিবেশি রাজ্য মধ্য প্রদেশের রাজধানী ভোপালসহ ইন্দোর ও জবলপুরে জারি করা হচ্ছে লকডাউন। শনিবার রাত ১০টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এসব শহর লকডাউন থাকবে। এছাড়া আগামী ৩১ মার্চ পর্যন্ত এসব শহরের স্কুল-কলেজ বন্ধ থাকবে।

এছাড়া পাঞ্জাবে শনিবার থেকে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। রাজ্যটির সিনেমা হল এবং শপিং মলগুলোর জন্যও নতুন বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার।

উল্লেখ্য, টিকাদান বাড়ালেও ভারতে করোনা সংক্রমণের গতি বাড়ছে। দেশটিতে ইতোমধ্যে ৩ কোটি ৬৪ লাখ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। জুলাই মাসের মধ্যে ৩০ কোটি মানুষকে টিকা প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করালেন প্রধানমন্ত্রী
রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি?রাফাহ শহরের একাংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বললো ইসরায়েল
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?