X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বে সামরিক শক্তির শীর্ষে চীন, যুক্তরাষ্ট্র দ্বিতীয়

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০২১, ১১:০৬আপডেট : ২৩ মার্চ ২০২১, ১১:০৬
image

বছরব্যাপী মহামারি করোনার থাবায় টালমাটাল পৃথিবীতে থেমে নেই সামরিক শক্তির প্রতিযোগিতা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখেও সামরিক ক্ষমতায় শীর্ষে রয়েছে চীন। আর সবচেয়ে বড় সামরিক বাজেট রেখে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের শক্তিশালী দেশগুলোর সামরিক শক্তি যাচাই করতে পরিচালিত সমীক্ষায় প্রাপ্ত এসব তথ্য জানিয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’।

‘আল্টিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা ‘প্রকৃত সামরিক শক্তি সূচক’শিরোনামে 'মিলিটারি ডিরেক্ট’ওই সমীক্ষা পরিচালনা করেছে। সূচকে ১০০-র মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে চীন। তবে সামরিক শক্তির শীর্ষে থাকলেও সবচেয়ে বেশি সামরিক বাজেট খরচকারী দেশ যুক্তরাষ্ট্র। চীনের চেয়ে ৮ পয়েন্ট কম পেয়ে ৭৪ পয়েন্ট নিয়ে বিশ্বে সামরিক শক্তির তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে তারা। যথারীতি তালিকায় তৃতীয় স্থানে একদার মহাশক্তিধর সাবেক সোভিয়েত ইউনিয়ন বা আজকের রাশিয়া। রুশ সেনাবাহিনীর শক্তি বিশ্বে তৃতীয়। তাদের পয়েন্ট ৬৯।

৬১ পয়েন্ট পেয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। পঞ্চম অবস্থানে রয়েছে ফ্রান্স। তাদের প্রাপ্ত পয়েন্ট ৫৮। দুঃখজনক বিষয় হলো এককালের অন্যতম শীর্ষ বিশ্বশক্তির সামরিক ক্ষমতার যথেষ্ট অবক্ষয় ও পতন হয়েছে। দেখা যাচ্ছে, ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ব্রিটেন, যা বিশ্বের শীর্ষতম সামরিক শক্তিধর চীনের প্রাপ্ত পয়েন্টের প্রায় অর্ধেক।

 ‘মিলিটারি ডিরেক্ট’ জানিয়েছে, সামরিক শক্তি বিবেচনা করা হয়েছে অনেকগুলো বিষয় বিশ্লেষণ করে। তার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট দেশের সামরিক খাতে বরাদ্দ বাজেট, সক্রিয় ও নিষ্ক্রীয় সেনার সংখ্যা, পদাতিক, বায়ুসেনা ও নৌবাহিনীর কর্মীসংখ্যা, গড় বেতন এবং পরিকাঠামো ও অস্ত্রশস্ত্রের মতো বিষয়। বিশ্লেষণ করা হয়েছে পারমাণবিক শক্তিও। সামগ্রিক বিবেচনার প্রেক্ষিতে দাবি করা হয়েছে, 'সব দিক বিচার করেই বিশ্বের ১ নম্বর শক্তিধর দেশ হিসেবে উঠে এসেছে চীন'।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ