X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

মহামারি মোকাবিলায় ‘আন্তর্জাতিক চুক্তি’র পক্ষে ২৩ দেশ

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০২১, ১২:৪০আপডেট : ৩০ মার্চ ২০২১, ১২:৪০

ভবিষ্যতের মহামারি মোকাবিলায় একটি ‘আন্তর্জাতিক চুক্তি’ সম্পন্ন করার ব্যাপারে একমত হয়েছেন বিশ্বনেতারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, ২৩ টি দেশের নেতা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসের মতো ভবিষ্যত মহামারি মোকাবিলায় এই চুক্তির প্রতি গুরুত্বারোপ করেছেন।

রয়টার্স জানিয়েছে, গত বছরের নভেম্বরে জি-২০ সম্মেলনে ইউরোপীয় কাউন্সিলের চেয়ারম্যান চার্লস মিখেল বিশ্বব্যাপী সমতার ভিত্তিতে টিকা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব দিয়েছিলেন।

মঙ্গলবার (৩০ মার্চ) ফিজি, পর্তুগাল, রোমানিয়া, যুক্তরাজ্য, রুয়ান্ডা, কেনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, কোরিয়া, চিলি, কোস্টারিকা, আলবেনিয়া, দক্ষিণ আফ্রিকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, নেদারল্যান্ডস, তিউনিসিয়া, সেনেগাল, স্পেন, নরওয়ে, সার্বিয়া, ইন্দোনেশিয়া, ইউক্রেন ও ডব্লিইএইচও’র নেতারা সেই প্রস্তাবে সমর্থন দিয়েছে।

রয়টার্স জানিয়েছে, বিশ্বের বিভিন্ন শীর্ষ সংবাদমাধ্যমে লেখা নিবন্ধে বিশ্বনেতারা বলেছেন, ‘আরও মহামারি আসবে। জরুরি স্বাস্থ্য পরিস্থিতি আসবে। এককভাবে কোনও সরকার কিংবা বহুপক্ষীয় চুক্তি করেও এই হুমকি মোকাবিলা সম্ভব না। আমরা মনে করি সব দেশের উচিত মহামারি মোকাবিলায় একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় আসা’।

কলামে নেতারা বলেছেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব সবচেয়ে ভয়াবহ সমস্যার মুখোমুখি হয়েছে। যতক্ষণ পর্যন্ত সবাই নিরাপদ নয়, ততক্ষণ কেউই নিরাপদ নয়।’

টিকার বিতরণ নিয়ে যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্বন্দ্বের মাঝেই এই চুক্তির আহ্বান এলো। এই অচলাবস্থার জন্য ইইউ টিকা প্রস্তুতকারী কোম্পানিগুলোতে দায়ী করেছে। তবে অ্যাস্ট্রাজেনেকা বলছে, তারা তাদের চুক্তি যথাযথভাবে মেনে চলছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা