X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা ইমদাদুল হক পদক পাচ্ছেন বাংলা ট্রিবিউ‌নের সাংবাদিক আরিফুল

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ মার্চ ২০২১, ১৮:২৫আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৮:২৫

সাহসী সাংবাদিকতার স্বীকৃতি স্বরুপ মুক্তিযোদ্ধা ইমদাদুল হক পদক-২০২১ পাচ্ছেন বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগান। সোমবার (২৯ মার্চ) কুড়িগ্রামের চিলমারীতে আ‌য়ো‌জিত তৃতীয় পন্ডিত বইমেলার সমাপনী অনুষ্ঠানে আ‌য়োজক‌দের পক্ষ থে‌কে এ ঘোষণা দেওয়া হয়।

আ‌য়োজকরা জানান, বই মেলার সমাপনী দি‌নে স্থানীয় গুণীজন ও সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তিন দিনব‌্যাপী বই মেলায় বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের ক‌য়েকশ' শিক্ষার্থী‌দের মধ্যে বি‌ভিন্ন ক‌্যাটাগ‌রি‌তে প্রতি‌যোগিতা অনু‌ষ্ঠিত হয়। সমাপনী দি‌নে প্রতি‌যোগীতায় অংশ নেওয়া ১০৯ শিক্ষার্থী‌কে পুরস্কৃত করা হয়। সংগঠক না‌হিদ হাসান ন‌লে‌জের সভাপ‌তি‌ত্বে সমাপনী দি‌নের অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন কু‌ড়িগ্রাম পৌরসভার মেয়র কা‌জিউল ইসলাম।

আ‌য়োজক ক‌মি‌টির সদস‌্য স‌চিব জা‌মিউল ইসলাম বিদ‌্যুত জানান, তৃতীয়বা‌রের ম‌তো আ‌য়ো‌জিত এই বই মেলায় প্রথমবা‌রের ম‌তো সাহিত্য-সংস্কৃতি-গবেষণা-সাংবাদিকতা ও গণসংগ্রামে ভূমিকা রাখায় দুই জন কৃতি ব্যক্তিকে বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক পদক প্রদান করা হয়। সাহসী সাংবা‌দিকতায় আ‌রিফুল ইসলাম রিগান এবং মু‌ক্তিযুদ্ধ বিষয়ক গ‌বেষণায় ভূ‌মিকা রাখায় এসএম আব্রাহাম লিংকন‌কে প্রথমবা‌রের ম‌তো এই পদ‌কে ভূ‌ষিত করা হয়ে‌ছে।

আগামী ১৭ এপ্রিল ম‌নোনীত দুই ব‌্যক্তির হাতে পদক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।

প‌ন্ডিত বইমেলা আ‌য়োজক ক‌মি‌টির আহ্বায়ক না‌হিদ হাসান ন‌লেজ জানান, সাহসী সাংবাদিকতার কারণে সাবেক ডিসি সুলতানা পারভীন ও অন্যান্য কর্মকর্তাদের দ্বারা সাংবাদিক আ‌রিফুল ইসলাম রিগান নির্যাতিত হয়েছেন। এই পদকের মাধ্যমে আমরা তার লড়াইকে সমর্থন জানালাম।

প্রসঙ্গত, জেলা প্রশাস‌নের এক‌টি পুকুর সংস্কার ক‌রে কু‌ড়িগ্রা‌মের তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভী‌নের না‌মে নামকরণ নি‌য়ে সংবাদ প্রকা‌শের জে‌রে গত বছর ১৩ মার্চ মধ্যরাতে (১৪ মার্চ) বাংলা ট্রিবিউ‌নের কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগান‌কে তার বা‌ড়ির মূল ফটক ও ঘ‌রের দরজা ভে‌ঙে মার‌তে মার‌তে তু‌লে নি‌য়ে যায় জেলা প্রশাস‌নের মোবাইলকোর্ট। এরপর তা‌কে প্রথ‌মে এনকাউন্টার দেওয়ার উ‌দ্দেশ্যে জেলা শহ‌রের ধরলা ব্রিজের পূর্ব পা‌শে নি‌য়ে যাওয়া হয়। সেখান থে‌কে ফি‌রি‌য়ে জেলা প্রশাসকের কার্যাল‌য়ে নি‌য়ে বিবস্ত্র ক‌রে নির্মম নির্যাতন করা হয়। প‌রে তা‌কে মাদ‌কের মিথ‌্যা মামলা দি‌য়ে কারাগা‌রে পাঠানো হয়। এই ঘটনায় দেশজু‌ড়ে প্রতিবা‌দের ঝড় উঠ‌লে কুড়িগ্রামের সা‌বেক ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এন‌ডি‌সি এসএম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করা হয়। তা‌দের বিরু‌দ্ধে বিভাগীয় মামলা ক‌রে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়াও হাইকোর্টের আদেশে ২০২০ সালের ৩১ মার্চ ডিসিসহ জড়িত অজ্ঞাতনামা ৩৫/৪০ জনের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় ফৌজদারি মামলা করেন সাংবাদিক আরিফুল ইসলাম। বর্তমা‌নে সেই মামলা চলমান র‌য়ে‌ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!