X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অটিজম সচেতনতায় পদাতিকের ‘প্রেরণা’

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১৩:৩২আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:২৮

অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নতুন প্রযোজনা নিয়ে মঞ্চে উঠছে দেশের অন্যতম নাট্যদল পদাতিক।

শুক্রবার (২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এদিন সন্ধ্যায় দলটি তাদের নতুন নাটক ‘প্রেরণা’র উদ্বোধনী শোয়ের আয়োজন করেছে। এটি তাদের ৩৩তম প্রযোজনা।

পদাতিকের ভারপ্রাপ্ত দল-প্রধান সাবিল রেজা চৌধুরী জানান, সব স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘প্রেরণা’র প্রথম শো হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি।

সাবিলা রেজা চৌধুরী বলেন, ‘সাধারণ মানুষের কাছে পৌঁছানোর একটি বিশেষ মাধ্যম হচ্ছে নাটক। বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার ১ শতাংশ অর্থাৎ ৭৮ লাখ মানুষ এখন অটিজমে আক্রান্ত, যার অধিকাংশই শিশু। রঙিন এই পৃথিবীতে যাদের জীবন সাদাকালো। বাংলাদেশে এই রোগে আক্রান্তের সংখ্যা এখন প্রায় ৭ লাখ। যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সামাজিক সচেতনতা গড়ে তোলার মাধ্যমে কোমলমতি শিশুসহ অটিজম আক্রান্ত সকলকে সমাজের মূল স্রোতের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলার সুযোগ তৈরি করার জন্য পদাতিক নাট্য সংসদের এই ভিন্ন প্রয়াস।’

১৯৭৮ সাল থেকে পদাতিক নাট্য সংসদ সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করে চলেছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা