X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পাওনা টাকা নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
০২ এপ্রিল ২০২১, ২২:৫০আপডেট : ০২ এপ্রিল ২০২১, ২২:৫০

বগুড়ায় সমিতির পাওনা টাকা পরিশোধ করতে না পেরে মাজেম আলী (৬৫) নামে এক বৃদ্ধকে বাড়ি থেকে টেনে বের করে মারপিটের পর গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে বগুড়া সদরের বুজরুকবাড়িয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। সদর থানার এসআই বেলাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে ঋণগ্রস্ত ওই ব্যক্তি স্ট্রোকে মারা গেছেন বলে মনে হচ্ছে। তারপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বুজরুকবাড়িয়া পশ্চিমপাড়ার মৃত রবি মৃধার ছেলে মাজেম আলী ও তার ছেলে হাতেম আলী প্রায় ১০ বছর আগে একটি সঞ্চয় সমিতি খোলেন। বিপুল সংখ্যক ব্যক্তি তার কাছে টাকা সঞ্চয় রাখেন। নানা কারণে তারা দেউলিয়া হয়ে যান এবং গ্রাহকদের প্রায় ২২ লাখ টাকা ফেরত দিতে ব্যর্থ হন। এ অবস্থায় স্থানীয় বাপ্পী, সাজেদুল ও তাদের লোকজন সাত লাখ টাকা আদায় করে। দেনাদারদের চাপের মুখে মাজেম আলী অনেকদিন আত্মগোপনে ছিলেন। শুক্রবার তিনি বুজরুকবাড়িয়া পশ্চিমপাড়ার বাড়িতে আসেন। বাপ্পী, সাজেদুলসহ কয়েকজন তার বাড়িতে এসে টাকার জন্য চাপ দেয়। তারা মাজেম আলীকে বাড়ি থেকে টেনেহেঁচড়ে বাইরে বের করেন। এরপর বাড়িতে তালা দিতে চাইলে ছেলে হাতেম আলী বাধা দেন ও বাড়ি বিক্রি করে টাকা পরিশোধ করতে চান।

মাজেম আলীর মেয়ে অভিযোগ করেন, পাওনাদার পিলু, মনির, বাদল, রানু, মোমিন, সাজেদুলসহ কয়েকজন তার বাবাকে বাড়ি থেকে বের করার পর গলাটিপে ধরে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। বগুড়া শজিমেক হাসপাতলে নিলে চিকিৎসক মাজেম আলীকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ও এসআই বেলাল হোসেন জানান, রিপোর্টে হত্যার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগতব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!