X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া-মোদির সঙ্গে কী মহব্বত: শেখ সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২১, ১৪:৪২আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৫:৪১

‘নরেন্দ্র মোদি প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সরকারি দলের সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। প্রধানমন্ত্রী হিসেবে মোদি প্রথমবার বাংলাদেশ সফরে এলে খালেদা জিয়া তাঁর সঙ্গে সাক্ষাৎ করে বিগলিত হন বলেও সেলিম মন্তব্য করেন। শনিবার (৩ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের ১০ দিনব্যাপী অনুষ্ঠানে নরেন্দ্র মোদির যোগদান এবং এ নিয়ে দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রেক্ষিতে সেলিম সংসদে পয়েন্ট অব অর্ডারে কথা বলেন। এ সময় তিনি নরেন্দ্র মোদির বিষয়ে বিএনপির আগের অবস্থানের সঙ্গে বর্তমান অবস্থান তুলনা করেন।

এ প্রসেঙ্গ শেখ সেলিম বলেন, ‘২০১৪ সালের ১৭ জুন নরেন্দ্র মোদি প্রথম নির্বাচনে জয়লাভ করেন। ওই সময় বাংলাদেশের যখন কেউ দেননি, তখন খালেদা জিয়া তাঁকে অভিনন্দন দেন। বিএনপি অফিসে মিস্টি বিরতণ করছিল তারা। একে ওকে খাওয়ায়। ও মন্ত্রী, ওমুক নেতা, তমুক নেতাকে খাওয়ায়।’

সংসদে একটি ছবি দেখিয়ে তিনি বলেন, ‘২০১৬ সালের ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। খালেদা জিয়া ৭ জুন সোনারগাঁও হোটেলে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে বিগলিত হাসি দিয়ে হ্যান্ডশেক করেন। হাত আর ছাড়ে না। সেই ছবি আমার কাছে আছে মাননীয় স্পিকার। আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। খালেদা জিয়াও হাত ছাড়েন না, মোদিও হাত ছাড়েন না। কী মহব্বত মাননীয় স্পিকার। তখন মোদী ভালো ছিল। এখন সেই মোদি খারাপ হয়ে গেলো। এর ভেতর কী গোলমালটা হয়েছে? কেন খারাপ? এমন কী হলো তা দেশবাসী জানতে চায়।’

 

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!