X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ২০:৪৩আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ২২:২৬

২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন। তাদের মধ্যে প্রথম চার হাজার ৩৫০ জন পরীক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ রবিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয় এ ফল ঘোষণা করে। ফল প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা জানান, এবার মোট এক লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এক লাখ ১৬ হাজার ৭৯২ জন। ছয় হাজার ৮২ জন অনুপস্থিত ছিলেন। নির্বাচিতদের মধ্যে নারী দুই হাজার ৩৪১ জন, আর পুরুষ দুই হাজার ৯ জন। চার হাজার ৩৫০ জনের মধ্যে চলতি শিক্ষাবর্ষ থেকে আছেন তিন হাজার ৯৩৭ জন এবং আগের শিক্ষাবর্ষ থেকে আছেন ৪১৩ জন।

এবারের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন মিশোরী মুনমুন। তিনি পাবনা মেডিক্যাল কলেজ কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮৭ দশমিক ২৫।

মোট ১৯টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জানিয়ে অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘১৯টি কেন্দ্রেই স্বাস্থ্যবিধির কারণে ভেন্যুর সংখ্যা বাড়াতে হয়েছে।’

ফল প্রকাশ অনুষ্ঠানে আলী নূর বলেন, ‘এবারে ভর্তি পরীক্ষা পেছানোর জন্য অনেক কথা হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের ক্যারিয়ার নষ্ট করতে আমরা দিতে পারি না। পরীক্ষা পেছানোর চিন্তা আমরা বিবেচনা করিনি এ কারণে যে তাদের শিক্ষা থেকে বঞ্চিত না করে সম্পৃক্ত রাখতে চেয়েছি।’

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব বলেন, ‘অনেক আলোচনা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। শিক্ষার মধ্যে সম্পৃক্ত না রাখলে তাদের মননশীলতা, মেধাবিকাশ বাধাগ্রস্ত হবে। তারা প্রকৃত অর্থে বড় হয়ে উঠবে না। বিষয়টি উপলব্ধি করেই পরীক্ষা গ্রহণের পক্ষে মতামত দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা যথাসময়ে তাদের ক্লাস চালুর ব্যবস্থা করবো, যাতে তাদের শিক্ষাজীবন ব্যাহত না হয়।’

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষা যেন নেওয়া হয়। পরীক্ষা যদি না নেওয়া হতো, তাহলে তাদের জীবন থেকে দুইটা বছর হারিয়ে যেত। করোনার কী অবস্থা হয়, সেটা তো কেউ বলতে পারছি না। পৃথিবীর সব দেশেই করোনা পরিস্থিতি খারাপ। আমার বিশ্বাস, পরীক্ষা খুব সুন্দরভাবে হয়েছে। অভিভাবকদের বলা হয়েছিল ভিড় না করার জন্য। কিন্তু তারপরও অনেক ভিড় হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু কেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা মেনেই এটা করা হয়েছে।’

 

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!