X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে করোনায় আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ এপ্রিল ২০২১, ১৭:৩০আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৭:৩০

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আসিফ খান এ তথ্য নিশ্চিত করেছেন। একই সময়ে চট্টগ্রামে আরও ৪৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৩৯০ জন এবং ৮৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে গত তিন দিনে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত মঙ্গলবার পাঁচ জনের মৃত্যু হয়। তার পরদিন বুধবার মারা যান তিন জন।

আসিফ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আটটি ল্যাবে দুই হাজার ৩৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭৩ জনের নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।’

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৬০টি নমুনা পরীক্ষা করে ৮৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৪টি নমুনা পরীক্ষায় ৭৯ জন করোনা পজিটিভ শনাক্ত হন। অন্যদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫২৩টি নমুনা পরীক্ষা করে ২৩ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৭৩টি নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়। 

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২০২টি নমুনা পরীক্ষা করে ৭৬ জন ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩১৮টি নমুনা পরীক্ষা করে ৭০ জনের শরীরে করোনা মিলেছে। এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৩টি নমুনা পরীক্ষা করে ২০ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) একটি নমুনা পরীক্ষা করে একজনের করোনা পজিটিভ আসে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন