X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সালথায় তাণ্ডব: ৫ মামলায় আসামি ১৭ হাজার

ফরিদপুর সংবাদদাতা
০৯ এপ্রিল ২০২১, ০৯:১৫আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০৯:১৫

ফরিদপুরের সালথায় তাণ্ডবের ঘটনায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত নতুন করে আরও চারটি মামলা হয়েছে। এ নিয়ে পুলিশের করা একটি মামলাসহ মোট মামলার সংখ্যা পাঁচটি। এসব মামলায় আসামি করা হয়েছে ১৭ হাজার জনকে।

আরও যে নতুন চারটি মামলা হয়েছে, তার একটি করেছেন বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর। এ মামলায় উল্লেখ করা হয়েছে ২৫ জনের নাম এবং অজ্ঞাতনামা আরও ৮০০ জনকে আসামি করা হয়েছে। সালথায় তাণ্ডব

এদিকে, সালথা উপিজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক মো. হাশমত আলী বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখ করে এবং চার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি আরেকটি মামলা করেছেন। আরেকটি মামলা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নিরাপত্তারক্ষী সমীর বিশ্বাস। এ মামলায় তিনি ৪৮ জনের নাম উল্লেখ করে চার হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন।

এছাড়াও সালথা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়ির ড্রাইভার সাগর সিকদার বাদী হয়ে করা মামলাটিতে ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও অজ্ঞাতনামা চার হাজার জনকে আসামি করা হয়েছে। সালথায় সহিংসতার ঘটনাস্থল পরিদর্শনে আওয়ামী লীগের প্রতিনিধি দল

এর আগে গত মঙ্গলবার উপপরিদর্শক মুহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখ করে চার হাজার ব্যক্তিকে অজ্ঞাতনামা দেখিয়ে থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে প্রথম মামলাটি করেন। এ পর্যন্ত যে পাঁচটি মামলা করা হয়েছে, তাতে নাম উল্লেখ করা হয়েছে ২৬১ জনের। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৬ হাজার ৮০০ ব্যক্তিকে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সালথায় সহিংসতায় জড়িত সন্দেহে  এ পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১১ জনকে গত বুধবার ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার বাকি ১৭ জনকে সাত দিন করে রিমান্ড চেয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়। সালথা থানা, ফরিদপুর

উল্লেখ্য গত সোমবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজারে লকডাউনের কার্যকারিতা পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হিরামণি। এ সময় সহকারী কমিশনারের উপস্থিতিতে মানুষ ছোটাছুটি শুরু করে। পরে স্থানীয়রা জড়ো হন। মানুষের ভীড় দেখে এসিল্যান্ড ফুকরা বাজার থেকে চলে আসেন। পরে হেফাজতের জনৈক এক আলেমকে গ্রেফতার করা হয়েছে, এমন গুজব ছড়িয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১ পর্যন্ত কয়েক হাজার মানুষ উপজেলা চত্বরে দেশীয় অস্ত্র ঢাল-কাতরা ও লাঠিসোটা নিয়ে প্রবেশ করে বিভিন্ন সরকারি দফতর ও থানায় এই তাণ্ডব চালায়। হামলাকারীরা তিন ঘণ্টাব্যাপী ধ্বংসযজ্ঞ চালায়। তাদের এই হামলায় রক্ষা পায়নি উপজেলা পরিষদ চত্বরের গাছপালা ও বঙ্গবন্ধুর ম্যুরাল। এতে সালথা উপজেলা সদর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

ইউএনও-এসিল্যান্ডের দুটি সরকারি গাড়ি সম্পর্ণ পুড়িয়ে দেয় তারা। এছাড়াও সাংবাদিকের একটি মোটর সাইকেলসহ তিনটি মোটর সাইকেল ভাঙচুর করা হয় ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫৮৮ রাউন্ড শট গানের গুলি, ৩২ রাউন্ড গ্যাস গান, ২২টি সাউন্ড গ্রেনেড এবং রাইফেলের ৭৫ রাউন্ড গুলি ছোড়ে। 

তাণ্ডবের ঘটনায় সালথার উপজেলার ভাওয়াল ইউনিয়নের দরজাপুরুরা গ্রামের আব্দুর রব মোল্যার ছেলে মিরান মোল্যা (৩৫) এবং জুবায়ের হোসেন (২০) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-

সালথায় সংঘর্ষে নিহত ১, উপজেলা পরিষদ ধ্বংসস্তূপ

যে ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরে তুলকালাম

ফরিদপুরে থানা ও উপজেলা পরিষদে হামলা, ইউএনও’র বাসভবন ভাঙচুর

গ্রেফতার ২১, দুটি তদন্ত কমিটি, নিহত বেড়ে ২

সালথায় তাণ্ডবের ঘটনাস্থল পরিদর্শনে আ.লীগের কেন্দ্রীয় ৬ নেতা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা