X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জরুরি সভায় বসেছে ছাত্র ইউনিয়ন

ঢাবি প্রতিনিধি
১১ এপ্রিল ২০২১, ১৬:৫৯আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৬:৫৯

কেন্দ্রে বিবাদমান পক্ষগুলোর প্রতি যেকোনও অবস্থায় সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়  ছাত্র ইউনিয়ন কর্মীদের   একাংশ। এরই পরিপ্রেক্ষিতে রবিবার (১১ এপ্রিল) ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী সভায় বসেছে।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

ঢাবি ছাত্র ইউনিয়নের আট কর্মীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একটি স্বাধীন, প্রগতিশীল, বিপ্লবী ধারার ছাত্র গণসংগঠন। জন্মলগ্ন থেকে এই সংগঠন সংগ্রাম করে আসছে সর্বজনীন একমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষার অধিকার আদায়ে, এবং একইসঙ্গে মেহনতি মানুষের পক্ষে, শোষকশ্রেণির বিরুদ্ধে।’

‘কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি, ছাত্র ইউনিয়নের স্বাভাবিক স্বচ্ছন্দ্যের পথচলায় বিঘ্ন ঘটেছে। বিগত ৪০তম জাতীয় সম্মেলনে নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট দুটি পক্ষের দ্বন্দ্ব সংগঠনের অভ্যন্তরে দৃশ্যমান বিভাজন সৃষ্টি করেছে। ৪০তম জাতীয় সম্মেলন পরবর্তী ঘটনাবলী আমরা পর্যবেক্ষণ করেছি এবং বিগত কয়েকদিনে জরুরি সম্মেলন আয়োজনকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতৃত্বের দুইটি পক্ষ যে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে, তা আমাদের উদ্বিগ্ন করে। আমরা তাদের মনে করিয়ে দিতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ একটি সর্বগ্রাসী স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গণতন্ত্রের এই সংগ্রামে ছাত্রপক্ষের প্রধানতম একটি শক্তি। যেই শক্তিতে বিভাজন প্রকৃত অর্থে শাসকগোষ্ঠীকেই সুবিধা করে দেবে। আমরা দেখতে পাই, ছাত্র ইউনিয়নের কেন্দ্রে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, সেখানে সংগঠনের আদর্শিক অবস্থান বা রাজনৈতিক লাইন নিয়ে মৌলিক কোনো ভিন্নমত নেই। তারপরও কেবল ছাড় না দেওয়া জেদি মনোভাবের কারণে ছাত্র ইউনিয়নে যদি কোনও ধরনের বিভক্তি আসে, তা সংগঠনের সাত দশকের লড়াই সংগ্রামের ইতিহাস অর্পিত দায়িত্বের প্রতি একরকম বিশ্বাসঘাতকতা করা হবে। একইসঙ্গে চলমান জাতীয় গণতান্ত্রিক সংগ্রামের প্রতিও সেটি হবে ক্ষতিকর।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি কমিউনিস্ট পার্টির কতিপয় নেতা ছাত্র ইউনিয়নের সভাপতির ওপর হামলার যে ঘটনা ঘটিয়েছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। প্রত্যাশা রাখি, কমিউনিস্ট পার্টি অতিদ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখবে।’

‘আমরা আহ্বান জানাচ্ছি, সংগ্রামের সহযোদ্ধা বন্ধুগণ, সংযত ও সহানুভূতিশীল হোন। ঐক্যবদ্ধ ছাত্র ইউনিয়ন একটি শক্তি, যার পতাকা ধরে সংগ্রামে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। সেই পতাকা ধরে ঐক্যবদ্ধ থাকুন, নিজেদের শক্তিকে বিভক্ত ও খর্ব করে স্বৈরাচারকে শক্তিশালী এবং সংগ্রামকে দুর্বল করবেন না।’

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সংসদের প্রতি  ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদসহ বিভিন্ন সংসদের নেতাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তা প্রত্যাহার করে ঐক্য এগিয়ে নেওয়ার পথ সুগম আহ্বান জানিয়ে বলা হয়,‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদসহ বিভিন্ন সংসদের নেতাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তা প্রত্যাহার করে ঐক্য এগিয়ে নেওয়ার পথ সুগম করবেন। কেন্দ্রের নেতৃত্বে থাকা সহযোদ্ধাদেরই সর্বাধিক উদার মনোভাব নিয়ে সংগঠনের ঐক্য ও অখণ্ডতা ধরে রাখায় সচেষ্ট হওয়া উচিত।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!