X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এপ্রিলের ১২ দিনেই শনাক্ত ৮০ হাজারের বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ এপ্রিল ২০২১, ১৯:০৯আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৯:১৭

পুরো মার্চ মাসে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৭৯ জন, আর এপ্রিলের ১২ দিনেই শনাক্ত হয়েছেন ৮০ হাজার ৬৬২ জন। সোমবার (১২ এপ্রিল) জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের সংক্রমণ চিত্র থেকে এ তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন সাত হাজার ২০১ জন। তাদের নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ছয় লাখ ৯১ হাজার ৯৫৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৯ হাজার ৮২২ জন, আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৮১ হাজার ১১৩ জন। অর্থাৎ দেশে করোনা সক্রিয় রোগী আছেন এক লাখ এক হাজার ৭২২ জন।

গত শনিবার স্বাস্থ্য অধিদফতর তাদের সাপ্তাহিক বিশ্লেষণে জানায়, এর মধ্যে গত এক সপ্তাহে (৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল) শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৬৬০ জন। মৃত্যু হয়েছে ৪৪৮ জনের এবং সুস্থ হয়েছেন ২২ হাজার ৬০৩ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৩তম সপ্তাহ (২৮ মার্চ থেকে ৩ এপ্রিল) থেকে ১৪তম সপ্তাহে শনাক্ত ২৬ দশমিক ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, মৃত্যু বেড়েছে ৩০ দশমিক ২৩ শতাংশ।

গত সাত দিনে দেশে করোনা শনাক্ত হন ৪৭ হাজার ৫১৮ জন। গত ৬ এপ্রিল শনাক্ত হন সাত হাজার ২১৩ জন, ৭ এপ্রিল সাত হাজার ৬২৬ জন, ৮ এপ্রিল ছয় হাজার ৮৫৪ জন, ৯ এপ্রিল সাত হাজার ৪৬২ জন, ১০ এপ্রিল ৫ হাজার ৩৪৩ জন, ১১ এপ্রিল ৫ হাজার ৮১৯ জন এবং আজ ১২ এপ্রিল শনাক্ত হন সাত হাজার ২০১ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন দুই হাজার ৪৭৬ জন, ছাড়া পেয়েছেন এক হাজার ৩৭২ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ৭৫ হাজার ৪৫ জন, ছাড়া পেয়েছেন ছয় লাখ ২৭ হাজার ৬৩ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৭ হাজার ৯৮২ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮২১ জন, ছাড়া পেয়েছেন ৩১৭ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ ১১ হাজার ৯৫২ জন, ছাড়া পেয়েছেন ৯৫ হাজার ৮৮৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৬৪ জন।

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন