X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভারতের শুটিং শেষ, বাংলাদেশে আসছে ‘বঙ্গবন্ধু’ ইউনিট

বিনোদন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১৪:২৭আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৮:২৮

জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য আলোচিত চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’র ভারতীয় অংশের শুটিং শেষ হয়েছে। এবার বাংলাদেশে শুরু হতে যাচ্ছে এর কাজ।

আগামী সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্নস্থানে শুরু হবে ছবিটির দৃশ্যধারণ। যার বেশিরভাগই হবে বঙ্গবন্ধুর বিশাল জনসভা ও ঐতিহাসিক পদচারণার দৃশ্য।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র।

জানা যায়, সেপ্টেম্বর ও অক্টোবর- এই দু’মাসে হবে বাংলাদেশ অংশের শুটিং। এরপর সম্পাদনার কাজ শেষে চলতি বছরের ডিসেম্বরে আসতে পারে চলচ্চিত্রটি।

এদিকে, গত ৪ এপ্রিল মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শেষ হয় সিনেমাটির প্রথম লটের শুটিং। এতে অংশ নিতে বাংলাদেশ থেকে কয়েক দফায় শিল্পীরা উড়ে গিয়েছিলেন। গত সপ্তাহে সব শিল্পীই ফিরেছেন দেশে।

তাদের সবাইকেই জানিয়ে দেওয়া হয়েছে শুটিংয়ের পরবর্তী সময়।

সে অনুযায়ী প্রস্তুতিও নিতে বলা হয়েছে। জানা যায়, ঢাকা ও গোপালগঞ্জের বেশ কিছু জনসভাসহ ছবিটির বাকি দৃশ্য শুট করা হবে এবার।

চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। এছাড়া তাজউদ্দীন আহমেদ চরিত্রে রিয়াজ আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগরকে (জেনারেল আইয়ুব খান)।

ছবিটি ২০২১ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি হতে যাচ্ছে এ পর্যন্ত সবচেয়ে বড় ক্যানভাসের কাজ।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…