X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গণপরিবহন না থাকায় অতিরিক্ত ভাড়া নিচ্ছেন রিকশাচালকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ২১:৪১আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ২১:৪১

চলমান লকডাউনে সবধরনের গণপরিবহন বন্ধ থাকার ঘোষণা দেওয়া হলেও রাজধানীতে রিকশা চলাচল করছে। একজনের বেশি যাত্রী বহন না করার শর্তে ‘ছাড়’ পাচ্ছেন রিকশাওয়ালারা। অন্যান্য গণপরিবহন না থাকার সুযোগে যাত্রীদের কাছ থেকে দেড় থেকে দুইগুণ বেশি ভাড়া আদায় করছেন তারা।

বুধবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা মেডিক্যালের সার্জারি বিভাগে ভর্তি এক আত্মীয়কে দেখতে যাওয়া জন্য বাসাবোতে রিকশা খুঁজছেন দিদার উদ্দিন। তিনি বলেন, ‘অন্য সময় তীব্র যানজটেও ৮০ থেকে ১০০ টাকা দিয়ে যাতায়াত করতাম। কিন্তু আজ  ভাড়া চাচ্ছে ১৪০ টাকা থেকে ১৬০ টাকা। অথচ রাস্তা ফাঁকা। কোথাও জ্যাম নেই যে আটকে পড়ে সময় নষ্ট হবে।’

এ সময় রিকশাচালকের সঙ্গে তাকে দর কষাকষি করতে দেখা যায়। দিদার উদ্দিনকে রিকশাচালক সুলতান মিয়া বলেন, ‘পথে পথে পুলিশ আছে। রিকশা রেখেও দিতে পারে। এত কম টাকায় যাবো না।’

নগরীর অন্যান্য এলাকায়ও একই চিত্র দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, গণপরিবহন বন্ধ থাকায় যাতায়াতের জন্য তাদের রিকশাই একমাত্র ভরসা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন রিকশাচালকরা। নগরীর মোড়ে মোড়ে যাত্রীর তুলনায় রিকশার সংখ্যাও ছিল অন্যান্য দিনের তুলনায় কম। এ কারণেও অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকরা। 

খিলগাঁও এলাকার রিকশাচালক সামছুদ্দিন বলেন, ‘আজ  লকডাউনের প্রথম দিন। তাই গ্যারেজ থেকে রিকশাও বের হয়েছে কম। তাই ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে। তাছাড়া মানুষ যেমন ঝুঁকি নিয়ে রাস্তায় বের হয়েছে। আমরাও  তাদেরকে ঝুঁকি নিয়েই পরিবহন করে থাকি। তাহলে ভাড়া একটু বেশি চাইলে দেবে না কেন?’

ছবি: নাসিরুল ইসলাম

 

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ