X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এসএএফের সহযোগিতায় চমেকে করোনা টেস্টিং বুথ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ এপ্রিল ২০২১, ১৬:২৩আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৬:২৩

মহামারি মোকাবিলায় নিয়োজিত চিকিৎসকদের করোনা পরীক্ষার সহায়তায় এগিয়ে এসেছে সালমা আদিল ফাউন্ডেশন (এসএএফ)। ফাউন্ডেশনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শাহ্ আলম বীর উত্তম মিলনায়নে করোনা বুথ স্থাপন করা হয়েছে। এ বুথের সার্বিক ব্যবস্থাপনায় থাকবে চমেক শিক্ষক সমিতি।

মঙ্গলবার (১৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে বুথটি উদ্বোধন করা হয়। এসময় চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার, চমেক শিক্ষক সমিতির সভাপতি ডা. মনোয়ার উল হক শামীম এবং সালমা আদিল ফাউন্ডেশনের পক্ষে বিশিষ্ট কলামিস্ট ও ইসলামী গবেষক আহমদুল ইসলাম চৌধুরী ও অ্যাডভোকেট সায়মন উপস্থিত ছিলেন।

সম্মুখসারির চিকিৎসকদের জন্য আলাদা বুথ স্থাপনে সহযোগিতা করায় চমেক শিক্ষক সমিতির পক্ষ থেকে সালমা আদিল ফাউন্ডেশনকে সাধুবাদ জানানো হয়। চিকিৎসকদের সুবিধার্থে স্থাপিত হলেও নির্দিষ্ট সংখ্যক সাধারণ মানুষও এই বুথে করোনা স্যাম্পল প্রদান করতে পারবেন বলে জানা গেছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সালমা আদিল বলেন, ‘চট্টগ্রামের সন্তান হিসেবে যেকোনও বিপদে আমি স্থানীয়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। জাতির এই দুঃসময়ে নিজের জীবনকে বাজি রেখে যারা জনসেবা করে যাচ্ছেন, সম্মুখসারির সেইসব চিকিৎসকদের করোনা স্যাম্পল প্রদানকে আরও সহজ করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

করোনা সংক্রমণের শুরু থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে সালমা আদিল ফাউন্ডেশন (এসএএফ)। মহামারি সময়ে দেশের হাজারো অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করেছে এ ফাউন্ডেশন। লকডাউনের ফলে উপার্জনহীন মানুষদেরকেও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়াও চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সম্মুখসারিতে কর্মরত পেশাজীবীদের মধ্যে পিপিইসহ অন্যান্য ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বিতরণ, ঢাকা ও চট্টগ্রামে বিনামূল্যে করোনা স্যাম্পল গ্রহণ এবং করোনায় মৃত ব্যক্তিদের দাফনেও সহায়তা দিয়ে আসছে সালমা আদিল ফাউন্ডেশন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী