ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের ফেরি কলমিলতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে ভোলা জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদারের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি ইলিশা ঘাটে ফেরির মাস্টারসহ ৮ জনের বক্তব্য রেকর্ড করেন। কিন্তু তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার যে সাত কর্মদিবস বেধে দেওয়া হয়েছিল, আজ ছিল তার শেষ দিন।
গত ৮ এপ্রিল ফেরি কলমিলতা লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরী ঘাট থেকে ১৯টি পণ্যবোঝাই পরিবহন নিয়ে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। ভোর ৪টার দিকে মেঘনা নদীর ভোলার চর অতিক্রমকালে হঠাৎ ফেরিতে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন ধরে যায়। এরপর দুটি ট্রাক, চারটি কাভারভ্যান, দুটি পিকআপভ্যান ও একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস টিম।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ফারুক হোসেন ও ভোলা বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন ভোলার ম্যানেজার মো. পারভেজ জানান, ওই দিন ফেরিতে থাকা একটি পিকআপ ভ্যানের ককসিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।