আইপিএলে আগের ম্যাচেই রাজস্থানের হয়ে দুই উইকেটের মালিক হতে পারতেন। কিন্তু ভাগ্যদেবী সহায় হয়নি বলে অপেক্ষাটা দীর্ঘায়িত হয়েছে মোস্তাফিজুর রহমানের। এক ম্যাচ পরেই বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নিজের প্রথম ওভারে রাজস্থানের হয়ে অভিষেক উইকেট তুলে নিয়েছেন।
আগের দিন দুটি উইকেট শিকারের সুযোগ থাকলেও বেশ ব্যয়বহুল ছিলেন বাঁহাতি এই পেসার। আজ রান কম দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য ত্রাস হয়ে উঠেছিলেন। মোস্তাফিজের ডেলিভারিগুলো ব্যাটে বলে সংযোগ করতে বেশ বেগ পেতে হচ্ছিল ব্যাটসম্যানদের।
বৃহস্পতিবার সপ্তম ওভারে নিজের প্রথম স্পেল করেন মোস্তাফিজ। ওই ওভারে মাত্র ১ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ১ উইকেট। নিজের দ্বিতীয় ওভারেও তিনি উইকেট পেতে পারতেন; কিন্তু ফিল্ডার ক্যাচ নিতে না পারায় সেটি হয়নি। ১২ তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে এক ওভার বোলিং করে রান দিয়েছেন ৮টি। ১৭ ও ১৯তম ওভারে মোস্তাফিজ তৃতীয় স্পেল দিয়ে কোট পূর্ণ করেন। ওই দুই ওভারে ২০ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। সবমিলিয়ে ৪ ওভার বোলিং করে ২৯ রান খরচায় মোস্তাফিজের শিকার দুই উইকেট।
আর প্রথম ওভারে মোস্তাফিজের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বাংলায় টুইটও করে রাজস্থান রয়্যালস। তারা লিখেছে, 'পয়লা তে পয়লা, এই তো চাই! এরপর ইংরেজিতে লিখেছে প্রথম ওভারেই রাজস্থানের হয়ে প্রথম উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ’
রাজস্থানের টুইটে কমেন্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিষয়ক লেখক বোরিয়া মজুমদার। তিনি লিখেছেন, ‘দারুণ! খুবই ভালো লাগছে বাংলায় টুইট দেখে!'
রাজস্থানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধরিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে দিল্লি।