X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ব্যাটসম্যান’ নয়, এখন থেকে ‘ব্যাটার’ লিখবে ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২১, ০০:৪৩আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০০:৪৩

ক্রিকেট খেলার সংবাদ ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে লিঙ্গ সমতা ও বর্ণ বৈষম্য এড়াতে বেশ কিছু শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। শুক্রবার সংবাদমাধ্যমটির এডিটর ইন চিফ সাম্বিত বাল এক নিবন্ধে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে তারা 'ব্যাটসম্যান' শব্দের বদলে 'ব্যাটার' ব্যবহার করবেন। 
.
নিবন্ধে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাসে ইএসপিএনক্রিকইনফো কয়েকটি উদ্যোগ নিয়েছে। তারা বামহাতি রিস্ট স্পিন বোলারদের 'চায়নাম্যান' হিসেবে বলা বাদ দিয়েছে।

এর স্বপক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়েছে, 'চায়নাম্যান' শব্দটি 'ইংলিশম্যান', 'ডাচম্যান' বা 'ফ্রেঞ্চম্যান'-এর মতো ব্যবহার করা হয় না। যেমনটি 'পাকি' শব্দটি ব্যবহার করা হয় না 'অজি' ও 'কিউয়ি'-এর মতো। 'চায়নাম্যান'- এর পরিবর্তে এখন থেকে 'লেফট-আর্ম রিস্টস্পিন' লেখা হবে।

একই ভাবে বাদ দেওয়া হয়েছে ‘মানকড়'। ভারতীয় ক্রিকেটার বিনু মানকড় প্রথম এমন রানআউট করেছিলেন। এর পর থেকেই বিষয়টিকে ইংরেজিতে ‘ম্যানক্যাডিং' শব্দটি দ্বারা ক্রিকেটের চেতনাবিরোধী আউটকে বুঝানো হয়।
এখন থেকে এমন আউটকে 'রান-আউট ব্যাকিং আপ' বলে উল্লেখ করা হবে।

নিবন্ধে সাম্বিত বাল লিখেছেন, 'ব্যাটসম্যান' শব্দটিকে এমন বৈষম্যমূলক মনে নাও হতে পারে। যুক্তি তুলে ধরা হতে পারে 'ব্যাটসউইম্যান' উপযুক্ত হতে পারে নারী ক্রিকেটের ক্ষেত্রে। কিন্তু সমস্যা হলো একের ওপর অন্যটির শ্রেষ্ঠতা নিয়ে। পুরুষ ক্রিকেটের ক্ষেত্রে 'ব্যাটসম্যান' উপযুক্ত। কিন্তু ১৯৯৮ সালে ক্রিকেটের মক্কা বলে পরিচিত মেরিলবোর্ন ক্রিকেট ক্লাব নারীদের সদস্যপদ দেওয়া শুরু করে। শব্দ শুধু অর্থগতভাবে যা তা নয়। কীভাবে তা প্রয়োগ হচ্ছে। পুরুষের আধিপত্য বোঝাতে নারী যখন কোনও কাজ করেন তখন সেই পদ বা ভূমিকাকে নারীকরণ করা হয়। এ জন্যই বিশ্বজুড়ে বেশ কিছু পদবির প্রচলন করা হয়েছে যেগুলো লিঙ্গভিত্তিক নয়। যেমন, 'স্টুয়ার্ড' ও 'স্টুয়ার্ডেস' এর বদলে 'ফ্লাইট অ্যাটেনডেন্ট', 'পুলিশম্যান' ও 'পুলিশউইম্যান' এর বদলে 'পুলিশ অফিসার', 'অ্যাক্ট্রেস' এর বদলে 'অ্যাক্টর', 'চেয়ারম্যান'-এর বদলে 'চেয়ারপারসন' বা শুধু 'চেয়ার'। ক্রিকেটের মূল ভূমিকাগুলোর মধ্যে 'ব্যাটসম্যান'-ই কেবল ব্যতিক্রম। 'বোলার', 'ফিল্ডার' ও 'উইকেটকিপার' সব লিঙ্গ নিরপেক্ষ।

তিনি আরও লিখেছেন, ‘‘তাই আমাদের জন্য 'ব্যাটার'-ই ভালো। কয়েক বছর আগে আমরা 'ম্যান অব দ্য ম্যাচ' থেকে 'প্লেয়ার অব দ্য ম্যাচ'- ব্যবহার শুরু করেছি।’’

পুরো সাইটে এই পরিবর্তন আনতে সময় লাগবে উল্লেখ করে প্রধান সম্পাদক লিখেছেন, 'সঠিক কাজ করতে কখনও দেরি হয় না।'

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!